Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেনায় দায়ে জর্জরিত সুদান, ৬৫ কোটি সাহায্য বাংলাদেশের

এই সাহায্য আগামিদিনে সুদানের (Sudan) সংগ্রামকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য বাংলাদেশের (Bangladesh)।

দেনায় দায়ে জর্জরিত সুদান, ৬৫ কোটি সাহায্য বাংলাদেশের
ছবি: ফেসবুক
Follow Us:
| Updated on: Jun 16, 2021 | 9:06 PM

ঢাকা: ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আইএমএফের কাছে দেনায় ডুবে আফ্রিকার দেশ সুদান। ঋণে জর্জরত সুদানকে সাহায্যরে হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। সেই তালিকায় বাংলাদেশও। ৬৫ কোটি টাকা ঋণ মেটানোর দায়িত্ব নিয়েছে ঢাকা।

৬ হাজার কোটি মার্কিন ডলার বা ৫ লক্ষ ১০ হাজার কোটি টাকা ঋণ রণেছে সুদানের। এই ঋণ শোধে দেশটির পাশে দাঁড়াতে আইএমএফ তার সব সদস্যকে আহ্বান জানিয়েছে। অনেক দেশই তাতে সাড়া দিয়েছে। বন্ধু দেশ হিসেবে বাংলাদেশও পাশে দাঁড়িয়ে সাহায্য করতে রাজি হয়।

বুধবার বাংলাদেশের অর্থ মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, আইএমএফের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ মঙ্গলবার সুদানকে ৬৫ কোটি টাকা ঋণ মেটানোর আশ্বাস দিয়েছে। বাংলাদেশ এই সিদ্ধান্ত নেওয়ার আগে আইএমএফের তরফে একটি চিঠি পায়। চিঠির বার্তা জানানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর সুদান এবং আইএমএফকে তা জানিয়ে দেয় অর্থ মন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুদান অত্যাধিক ঋণগ্রস্ত ও দরিদ্র দেশ। সরকার আশা করে, এই সাহায্য সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন: ‘ডেল্টা’র দাপটে পিছিয়ে গেল আনলক প্রক্রিয়া, সুযোগকে কাজে লাগাবেন প্রধানমন্ত্রী বরিস

সুদান একসময় ব্রিটিশ শাসনে ছিল। ১৯৫৬ সালের ১ জানুয়ারি একটি চুক্তি হয় ও সুদান স্বাধীনতা লাভ করে। আয়তনে আফ্রিকা মহাদেশে সবচেয়ে বড় ও বিশ্বে দশম দেশ সুদান। সুদানের জনসংখ্যা সাড়ে ৪ কোটি, যার ৭০ শতাংশ মুসলিম। আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক নেই দেশটির।