Recruitment scam verdict: কারা-কারা ফাঁকা OMR জমা দিয়েছে তাঁদের তালিকা তৈরি করা আছে: আইনজীবী শামিম
Court: এ দিন সুপ্রিম কোর্টের রায় নিয়ে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "যাঁরা সত্যি-সত্যিই যোগ্য, টাকা দেননি সেই রকম প্রার্থী আছেন। কিন্তু যোগ্য-অযোগ্যদের পৃথকীকরণ হয়নি বলেই তো আজকের এই প্যানেল বাতিল হয়েছে।"

কলকাতা: চাকরিহারারা বারবার বলছেন, সংবিধানে বলা আছে একজন নির্দোষেরও যেন শাস্তি না হয়। কিন্তু তাঁদের তো পুরো প্যানেলই বাতিল হয়ে গেল। তাহলে কী হবে? তবে সুপ্রিম কোর্ট বলছে, যোগ্য-অযোগ্য পৃথকীকরণ সম্ভব নয়। তাই নির্দেশ দেওয়া হয়েছে চাকরি বাতিলের।
এ দিন সুপ্রিম কোর্টের রায় নিয়ে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “যাঁরা সত্যি-সত্যিই যোগ্য, টাকা দেননি সেই রকম প্রার্থী আছেন। কিন্তু যোগ্য-অযোগ্যদের পৃথকীকরণ হয়নি বলেই তো আজকের এই প্যানেল বাতিল হয়েছে।”
আইনজীবী ফিরদৌস শামিম এও জানিয়েছেন যে, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফে তিনটে ক্যাটাগরি করে দেওয়া হয়েছে। কারা কারা ব্ল্যাঙ্ক OMR শিট জমা দিয়েছিল, তাঁদের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করা রয়েছে। কলকাতা হাইকোর্টে সেই তালিকা জমা পড়ে। তাঁদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এতদিন তাঁরা যে বেতন পেয়ে এসেছেন, অর্থাৎ ২০১৬ সাল থেকে, তার ১২ শতাংশ সুদের হারে টাকা ফেরত দিতে হবে। ফ্রেশ সিলেকশন প্রসেসে তাঁরা বসতে পারবেন না।





