Railways: প্ল্যাটফর্ম থেকে কাটা টিকিট ছিঁড়ে বা হারিয়ে গিয়েছে? কী করবেন তাহলে, জেনে নিন উপায়
Railways: জরিমানার হাত থেকে বাঁচতে অনেকে মাঝপথেই টিটিই-র কাছ থেকে টিকিট কাটতে চান। তবে ট্রেনের সিট ফাঁকা থাকলে, তবেই এই সুবিধা পাওয়া যায়। এক্ষেত্রেও সিটের ভাড়ার সঙ্গে অতিরিক্ত ফি দিতে হয়।

নয়া দিল্লি: উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম- দেশের প্রতিটি প্রান্তকে জুড়েছে ভারতীয় রেলওয়ে। বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ের। দেশের অর্থনীতিতেও বড় অবদান রেলের। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। তবে ট্রেনের বহু নিয়ম সম্পর্কেই অনেকে জানেন না। যেমন ট্রেনের টিকিট ছিঁড়ে গেলে বা হারিয়ে গেলে কী করতে হবে? আপনি কি জানেন, কোন কাজ করলে টিকিট না থাকলেও টিটিই ধরবে না আপনাকে?
যদি বিনা টিকিটে কেউ ট্রেনে ভ্রমণ করেন, তবে টিটিই-র হাতে ধরা পড়লে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়। টিকিটের দামের সঙ্গে ফাইন হিসাবে ন্যূনতম ২৫০ টাকা জরিমানা দিতে হয়। যদি ফাইন দিতে অস্বীকার করেন কেউ, তবে টিটিই আপনাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারেন এবং রেল পুলিশের হাতে তুলে দিতে পারেন।
জরিমানার হাত থেকে বাঁচতে অনেকে মাঝপথেই টিটিই-র কাছ থেকে টিকিট কাটতে চান। তবে ট্রেনের সিট ফাঁকা থাকলে, তবেই এই সুবিধা পাওয়া যায়। এক্ষেত্রেও সিটের ভাড়ার সঙ্গে অতিরিক্ত ফি দিতে হয়।
যদি ট্রেনের টিকিট ছিঁড়ে যায় বা হারিয়ে যায়, তাহলে কী করবেন?
যদি ট্রেনে সফর করার মাঝ পথে আপনার টিকিট হারিয়ে যায় বা ছিঁড়ে যায়, তবে আপনাকে কিন্তু টিকিট-হীন যাত্রী হিসাবে গণ্য করা হবে না। আপনি চাইলেই টিটিই-র কাছ থেক ডুপ্লিকেট টিকিট তৈরি করাতে পারেন। তবে এর জন্য আপনাকে একটি নির্দিষ্ট ফি দিতে হবে। এছাড়া বৈধ পরিচয়পত্রও দেখাতে হবে ভেরিফিকেশনের জন্য।
যদি আপনার কাছে অনলাইন টিকিট থাকে, তবে ডুপ্লিকেট টিকিট কাটারও প্রয়োজন নেই। মোবাইলে ই-টিকিট দেখালেই তা বৈধ টিকিট হিসাবে গণ্য করা হবে।





