Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ২ দিনের থাইল্যান্ড সফরে প্রধানমন্ত্রী মোদী, শুনেই এই আবদার জুড়লেন ইউনূস

PM Modi Thailand Visit: এটা প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় থাইল্যান্ড সফর। থাইল্যান্ড সফরের পর শ্রীলঙ্কা সফরেও যাবেন প্রধানমন্ত্রী মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এ কথা ভাগ করে নিয়েছেন।

PM Narendra Modi: ২ দিনের থাইল্যান্ড সফরে প্রধানমন্ত্রী মোদী, শুনেই এই আবদার জুড়লেন ইউনূস
থাইল্যান্ড সফরে প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 03, 2025 | 1:47 PM

নয়া দিল্লি: বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাঙ্কক পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দিনের থাইল্যান্ড সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পি সিনেওয়াত্রার সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকের পাশাপাশিই আরও এক গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। প্রধানমন্ত্রী মোদীর মুখোমুখি হতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস।

দুইদিনের থাইল্য়ান্ড সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বিমসটেক সম্মেলনে তিনি যোগ দেবেন। আর প্রধানমন্ত্রী মোদীর সফরের কথা জানতে পেরেই ফের একবার বৈঠক করার আর্জি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস এর আগেও ভারত সফরে আসতে এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। কিন্তু ভারতের কাছ থেকে সাড়া না পেয়েই চিন সফরে যান ইউনূস। এবার বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রীর আসার কথা জানতে পেরেই ফের একবার বৈঠকের আর্জি বাংলাদেশের। যদিও ভারত সরকারের তরফে এই বৈঠক সম্পর্কে কোনও বিবৃতি মেলেনি। তবে সূত্রের খবর, দুই নেতার মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, এটা প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় থাইল্যান্ড সফর। থাইল্যান্ড সফরের পর শ্রীলঙ্কা সফরেও যাবেন প্রধানমন্ত্রী মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এ কথা ভাগ করে নিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদীর এই সফর বিমসটেকের সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করবে বলে আশাবাদী কেন্দ্র। বিমসটেক হল “বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন’। এই আন্তর্জাতিক সংস্থাটি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকে সংযুক্ত করে। এই সংস্থায় বঙ্গোপসাগর সংলগ্ন সাতটি দেশ অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড।