Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump, Stock Market: এক চালেই হাওয়া ঘুরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প, ধড়ফড়িয়ে ‘বেঁচে উঠল’ ভারতের শেয়ার বাজার!

BSE: বোম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানির সম্মিলত মার্কেট ক্যাপ ১১ এপ্রিল বাড়ল ৭ লক্ষ ৭২ হাজার কোটি টাকা। ফলে, বিএসইতে লিস্টেড সংস্থাগুলোর মোট মার্কেট ক্যাপ দাঁড়াল ৪০১ লক্ষ ৫৪ হাজার কোটিতে।

Donald Trump, Stock Market: এক চালেই হাওয়া ঘুরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প, ধড়ফড়িয়ে 'বেঁচে উঠল' ভারতের শেয়ার বাজার!
Image Credit source: Getty Images
Follow Us:
| Updated on: Apr 12, 2025 | 7:00 AM

১১ এপ্রিল সপ্তাহান্তে ভারতের বাজার এক দারুণ উত্থান দেখল। ১,৩১০ পয়েন্ট বাড়ল ভারতের বেঞ্চমার্ক সূচক সেনসেক্স। ৪২৯ পয়েন্ট বাড়ল আর এক বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। বোম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানির সম্মিলত মার্কেট ক্যাপ ১১ এপ্রিল বাড়ল ৭ লক্ষ ৭২ হাজার কোটি টাকা। ফলে, বিএসইতে লিস্টেড সংস্থাগুলোর মোট মার্কেট ক্যাপ দাঁড়াল ৪০১ লক্ষ ৫৪ হাজার কোটিতে।

কী কী কারণে আজ এমন বাড়ল বাজার?

১. ট্রাম্পের শুল্ক যুদ্ধে আপাতত বিরতি

আমেরিকার সরকার তাদের পারস্পরিক শুল্ক বসানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে। আর এর ফলে ভারত সহ ৭৫টি দেশের উপর এক্ষুনি বসছে না বাড়তি কোনও শুল্ক। এই ঘোষণা আসার পরই হুড়মুড়িয়ে বেড়েছিল গোটা পৃথিবীর বিভিন্ন দেশের শেয়ার বাজার। গত ১০ এপ্রিল ভারতের বাজার বন্ধ থাকায় এই শুল্কের প্রভাব দেখা যায়নি। কিন্তু ১১ এপ্রিল বাজার খুলতেই লাফিয়ে উঠল ভারতের বাজার।

২. একাধিক সেক্টরের ভাল ফলাফল

শুল্কের চাপ কমতেই বেড়েছে ধাতু, ফার্মার সেক্টরের শেয়ারের দাম। আর এর ফলেই গোটা দেশের বাজারের পালে হাওয়া লেগেছে।

৩. ক্রুড অয়েলের দাম

ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দরে পতন দেখা যাওয়ায় বেশ কিছুটা হাঁফ ছেড়ে বেঁচেছে ভারতের শেয়ার বাজার। কারণ ভারত ক্রুড অয়েল আমদানি করে। আর সেই তেলের দাম কমায় বেড়েছে এই সেক্টরের সঙ্গে যুক্ত থাকা শেয়ারের দাম।

৪. দুর্বল ডলার

আমেরিকান ডলার দুর্বল হয়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে। রুপি শক্তিশালী হওয়ায় তার প্রভাবে বেড়েছে ভারতের শেয়ার বাজার।

এই ধরণের বিষয়গুলো ভারতের শেয়ার বাজারের উপর বেশ ভাল প্রভাব বিস্তার করেছে। আর এর ফলে একটা দারুণ উত্থান দেখা গিয়েছে বাজারে। তবে এই উত্থান স্বল্পমেয়াদি নাকি দীর্ঘমেয়াদি তা অবশ্যই সময়ই বলবে।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।