UPI Server Down: কাজ করছে না UPI, কিছুতেই টাকা পাঠাতে পারছেন না গ্রাহকরা! কেন এমন হচ্ছে?
Online Transaction Halted: ইউপিআই-র তরফেও এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। কতক্ষণ ধরে এই সমস্য়া চলতে পারে, তাও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে , ইউপিআই-র সার্ভারে কোনও সমস্যা হয়েছে। সেই কারণেই অনলাইন লেনদেন করা যাচ্ছে না।

নয়া দিল্লি: দোকানে গিয়ে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে গিয়েছিলেন, কিছুতেই পাঠানো গেল না টাকা। চরম সমস্যায় সাধারণ মানুষ। এটা একজন-দু’জনের সমস্যা নয়, হাজার হাজার মানুষকে আজ এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। কাজ করছে না ইউপিআই। থমকে অনলাইন লেনদেন। লক্ষ লক্ষ মানুষ চরম সমস্যায় পড়েছেন এর জেরে। এই নিয়ে চলতি মাসেই তিনবার ডিজিটাল ট্রানজাকশন আটকে গেল।
ডাউন ডিটেক্টরের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল থেকেই ইউপিআই লেনদেনে সমস্যা দেখা গিয়েছে। দুপুরের মধ্যে ১১৬৮টিরও বেশি অভিযোগ জমা পড়েছে। গুগল পে-তে ৯৬টি সমস্যা, পেটিএমে ২৩টি সমস্যা রিপোর্ট হয়েছে। কেন হঠাৎ ইউপিআই লেনদেন থমকে গেল, তা এখনও জানা যায়নি।
ইউপিআই-র তরফেও এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। কতক্ষণ ধরে এই সমস্য়া চলতে পারে, তাও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে , ইউপিআই-র সার্ভারে কোনও সমস্যা হয়েছে। সেই কারণেই অনলাইন লেনদেন করা যাচ্ছে না।
প্রসঙ্গত, সম্প্রতিই একাধিকবার সমস্যার মুখে পড়েছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই। বিগত ২০ দিনের মধ্যে এই নিয়ে তিনবার ইউপিআই লেনদেন থমকে গেল।
এর আগে গত ২ এপ্রিলও ইউপিআই লেনদেন আটকে গিয়েছিল। ইউপিআই-র ৫২ শতাংশ গ্রাহকই সমস্যায় পড়েছিলেন। দীর্ঘ সময় ইউপিআই অ্যাপগুলি থেকে লেনদেন করা যাচ্ছিল না। তার আগে ২৬ মার্চও গুগলপে, পেটিএমের মতো ইউপিআই অ্যাপগুলি থমকে গিয়েছিল। ডাউন ডিটেক্টরে ৩ হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছিল। প্রায় ২-৩ ঘণ্টা বন্ধ ছিল ইউপিআই লেনদেন। আজও ফের বন্ধ ইউপিআই লেনদেন।





