Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad Unrest: মুর্শিদাবাদ হিংসায় BSF নিয়ে কুণালের বড় অভিযোগের জবাব দিলেন ইস্টার্ন কম্যান্ডের ADG

Murshidabad Unrest: গতকাল তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ করেন, বিএসএফের একাংশের মদতেই হামলাকারীদের ঢুকিয়ে বাংলায় অশান্তি পাকানো হচ্ছে। কুণালের অভিযোগের জবাব দিলেন বিএসএফের ইস্টার্ন কম্যান্ডের এডিজি রবি গান্ধী।

Murshidabad Unrest: মুর্শিদাবাদ হিংসায় BSF নিয়ে কুণালের বড় অভিযোগের জবাব দিলেন ইস্টার্ন কম্যান্ডের ADG
কী বললেন বিএসএফ ইস্টার্ন কম্যান্ডের এডিজি রবি গান্ধী?Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2025 | 3:50 PM

জঙ্গিপুর: মুর্শিদাবাদে উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করছে বিএসএফ। এখন মুর্শিদাবাদের পরিস্থিতি কেমন? সোমবার রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানান, পরিস্থিতি এখন শান্তিপূর্ণ। এবার একই কথা বললেন বিএসএফের ইস্টার্ন কম্যান্ডের এডিজি রবি গান্ধী। একইসঙ্গে তিনি জানিয়ে দিলেন, সীমান্ত সুরক্ষিত। সীমান্ত দিয়ে কোনও অনুপ্রবেশ হচ্ছে না।

এদিন সামসেরগঞ্জ থানায় পুলিশ ও বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকে যোগ দেন বিএসএফের ইস্টার্ন কম্যান্ডের এডিজি রবি গান্ধী। বৈঠকের পর তিনি জানান, এই মুহূর্তে ৯ কোম্পানি বিএসএফ কোম্পানি রয়েছে মুর্শিদাবাদে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে আতঙ্ক রয়েছে। রাজ্য পুলিশ ও বিএসএফ একসঙ্গে কাজ করছে।

গতকাল তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ করেন, বিএসএফের একাংশের মদতেই হামলাকারীদের ঢুকিয়ে বাংলায় অশান্তি পাকানো হচ্ছে। তাঁর কথায়, “যে জায়গাগুলোতে হিংসাত্মক ঘটনা কিছু ঘটেছে, একটা অভিযোগ আসছে, বিএসএফের একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য গন্ডগোল করানো হয়েছে। যে মুখগুলো গন্ডগোল করেছে, তাদের মূল পান্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না। যারা অশান্তি করেছে, তাদেরকে আটকাচ্ছে, ধরছে।” কুণালের অভিযোগ নিয়ে এদিন প্রশ্ন করা হলে রবি গান্ধী বলেন, “সীমান্ত সুরক্ষিত। কোনও অনুপ্রবেশ হচ্ছে না। BSF অত্যন্ত প্রশিক্ষিত বাহিনী। সীমান্ত সুরক্ষায় সর্বদা গুরুত্ব দেয়।”

এই খবরটিও পড়ুন

একইসঙ্গে তাঁর বক্তব্য, “যেখানে কাঁটাতার নেই, সেখানে অস্থায়ী ফেন্সিং তৈরি করা হয়েছে। ইলেকট্রনিক্স নজরদারি বাড়ানো হয়েছে।” মুর্শিদাবাদে আর কতদিন বিএসএফ কোম্পানি থাকবে প্রশ্ন করায় তিনি বলেন, “রাজ্য সরকার যতক্ষণ চাইবে, আমরা এখানে থাকব।”