Bangladesh: ইদে ঘরে ফেরার আনন্দ-যাত্রায় বিষাদের ছায়া, পথ দুর্ঘটনায় মৃত বাবা-মা সন্তান-সহ ৮

Bangladesh road accident: ইদের ছুটিতে ঘরে ফেরার পথে বাংলাদেশে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৮ জনের। এর মধ্যে এক বাবা-মা এবং তাঁদের সন্তানও রয়েছে।

Bangladesh: ইদে ঘরে ফেরার আনন্দ-যাত্রায় বিষাদের ছায়া, পথ দুর্ঘটনায় মৃত বাবা-মা সন্তান-সহ ৮
আনন্দযাত্রায় পড়ল বিষাদের ছায়া
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 3:19 PM

ঢাকা: সামনেই ইদ। আর এই উপলক্ষ্যে সরকারি ছুটি পড়ার আগেই বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে লক্ষ লক্ষ মানুষ ফিরছেন ঘরে। দীর্ঘদিন বাদে পরিবারের সকলের সঙ্গে ইদের আনন্দ ভাগ করে নিতে প্রতি বছর অন্তত দেড় কোটি মানুষ ঢাকা ছাড়েন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিনাজপুরে জেলায় এই আনন্দযাত্রায় পড়ল বিষাদের ছায়া। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল দুই শিশু-সহ একই পরিবারের চারজনের। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

এদিন, চিরিরবন্দর উপজেলার উচিতপুরে সকাল ১১টা নাগাদ দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি পাগলু গাড়িতে (তিন চাকার ইঞ্জিনচালিত ভ্যানরিক্সা) করে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল ওই পরিবার। গাড়িতে ছিলেন বছর ৩৫-এর উত্তম, তাঁর স্ত্রী পল্লবী (৩২), তাঁদের ছেলে অর্ণব, পল্লবীর বোনের ছেলে অপূর্ব, পল্লবীর মা জ্যোতিকা রানী (৫০) এবং দুই ভাই শঙ্কর (৩০) ও পলাশ (৩৫)। আচমকা পিছন থেকে এসে একটি যাত্রীবাহী বাস তাদের গাড়িটিতে ধাক্কা মারে। ছিটকে পড়েন সকলেই। অবিলম্বে তাঁদের নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় থানার ভারপ্রাপ্ত ওসি বজলুর রশিদ জানিয়েছেন, মৃত্যু হয় উত্তম, পল্লবী, অর্ণব এবং অপূর্বর। বাকিদের চিকিৎসা চলছে।

অন্যদিকে, এদিনই মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের। এই ঘটনা‍য় আহত হন আরও ১৫ জন। তাঁদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের প্রত্যেকেই ইদের ছুটি উপলক্ষে বাড়ি ফিরছিলেন। জানা গিয়েছে, পদ্মা সেতুতে ওঠার আগে শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের দুটি বাসের মধ্যে রেশারেশি চলছিল। ওভারটেক করতে গিয়ে একটি বাস, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুই বাসযাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও ২ যাত্রী মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। তারাই হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।