Bangladesh: ভোটের আগে রাষ্ট্রপতি বদল, খাস লোককে বঙ্গভবনে পাঠাচ্ছেন হাসিনা

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Feb 12, 2023 | 5:44 PM

Next president of Bangladesh: নির্বাচনের বছরে রাষ্ট্রপতি পরিবর্তন হচ্ছে বাংলাদেশে। রবিবার রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে শেখ হাসিনার খাস লোককে মনোনয়ন দিল আওয়ামি লিগ।

Bangladesh: ভোটের আগে রাষ্ট্রপতি বদল, খাস লোককে বঙ্গভবনে পাঠাচ্ছেন হাসিনা
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর নাম দাখিল করলেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক তথা বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের

Follow Us

ঢাকা: নির্বাচনের বছরে রাষ্ট্রপতি পরিবর্তন হচ্ছে বাংলাদেশে। আগামী ২৩ এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদের। নয়া রাষ্ট্রপতি হিসেবে তুলনামূলকভাবে অপরিচিত নাম, মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনীত করল ক্ষমতাসীন দল আওয়ামি লিগ। সব ঠিকঠাক থাকলে তিনিই হবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। বাংলাদেশ সংসদে মোট ৩৫০ আসনের মধ্যে আওয়ামি লিগের সাংসদের সংখ্যা তিনশরও বেশি। কাজেই তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াটা একেবারে নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। বাংলাদেশে নির্বাচনের বছরে রাষ্ট্রপতির বড় ভূমিকা থাকে। তাই এইবারের রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবারই (১২ ফেব্রুয়ারি) ছিল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন, দলের সাধারণ সম্পাদক তথা বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামি লিগের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে চুপ্পুর মনোনয়ন জমা দেন।

প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি আর কোনেও প্রার্থী মনোনয়ন দাখিল না করেন, তাহলে এদিনই মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া নিশ্চিত হয়ে যাবে। ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থায় ফিরেছিল বাংলাদেশ। সেই থেকে ক্ষমতাসীন দলের মনোনীত ব্যক্তিরাই রাষ্ট্রপতি হন। এতদিনের মধ্যে শুধুমাত্র একবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটাভুটির প্রয়োজন হয়েছিল। বিএনপি মনোনীত প্রার্থী আবদুর রহমান বিশ্বাস জয়ী হয়েছিলেন। চলতি সংসদে আওয়ামি লিগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভোটাভুটির সম্ভাবনা নেই।

আওয়ামি লিগের রাষ্ট্রপতি পদপ্রার্থী মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পু

জেলা ও দায়রা আদালতরে অবসরপ্রাপ্ত বিচারপতি মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পু, একসময় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি আওয়ামি লিগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য। সূত্রের খবর, প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগের সভাপতি শেখ হাসিনাই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে চুপ্পুকে বেছে নিয়েছেন। এদিন নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাঁর নাম দাখিল করেন ওবায়দুল কাদের।

জানা গিয়েছে, ১৯৪৯ সালে বাংলাদেশের পাবনায় জন্ম হয়েছিল মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর। ১৯৭১ সালে পাবনা জেলা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হয়েছিলেন এবং মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর, ৩ বছর তাঁকে কারাগারে বন্দি থাকতে হয়েছিল। ছাত্রজীবনে তিনি পাবনা জেলা ছাত্রলিগের সভাপতি ও পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে তিনি চাকরি করেছেন। ২০০৬ সালে জেলা ও দায়রা বিচারক হিসেবে অবসর নিয়েছিলেন। ২০০১ সালে বিএনপি-জামাত জোট সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের অভিযোগের তদন্তের জন্য গঠিত কমিশনের নেতৃত্বও দিয়েছিলেন তিনি। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পরে আওয়ামি লিগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

Next Article