Bangladesh: হাসপাতালে শুয়ে আকাশ দেখছি, ভাল আছি; ছবি পোস্ট করে জানালেন কৌতুক অভিনেতা রনি

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 14, 2022 | 11:02 PM

Bangladesh: গত মাসেই গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনি। রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটের কেবিনে রয়েছেন তিনি।

Bangladesh:  হাসপাতালে শুয়ে আকাশ দেখছি, ভাল আছি; ছবি পোস্ট করে জানালেন কৌতুক অভিনেতা রনি
আবু হেনা রনি।

Follow Us

ঢাকা: হাসপাতালে বসে আকাশ দেখছেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি (Abu Hena Rony)। ফেসবুকে কিছু ছবি পোস্ট করে রনি লিখেছেন, ‘অনেকটা ভাল আছি এখন। আকাশ দেখছি হাসপাতালে বসে। চারপাশের ভাল আর সুন্দর মানুষদের দোয়ায় এবং চেষ্টায় আগের মত হয়ে উঠছে আমার চারপাশ। আপনাদের কথা কখনও যেন ভুলে না যাই। ভালবাসা সবার জন্য।’ তার পোস্টে স্বস্তি তাঁর ভক্তদেরও। গত মঙ্গলবারই হাসপাতালের বিছানায় বসে কিছুটা মজার ছলেই রনি বলেছিলেন, সবার ভালবাসা দেখে মনে হচ্ছে এই পোড়াটা দরকার ছিল। এই কথা শুনে সেখানে উপস্থিত বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন-সহ সকলে হেসেছিলেন।

গত মাসেই গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনি। রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটের কেবিনে রয়েছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তাঁর। গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সেখানে প্রধান অতিথির হাতে বেশ কিছু বেলুন দেওয়া হয়। কিন্তু বারবার চেষ্টার পরও বেলুনগুলো উড়ছিল না। পরে পায়রা উড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী-সহ অন্য অতিথিরা অনুষ্ঠানের উদ্বোধন করে মূল মঞ্চের দিকে চলে যান। এরপরই ওই বেলুন নিয়ে যাওয়া হয় উদ্বোধন মঞ্চের পিছনে। কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেই ঘটনায় দগ্ধ হন কৌতূক অভিনেতা আবু হেনা রনি-সহ পাঁচজন। এই ঘটনার পর তাঁর অবস্থা খারাপ হতে শুরু করে। যদিও চিকিৎসকদের সবরকম চেষ্টায় আপাতত অনেকটাই ভাল আছেন তিনি।

Next Article