Lata Mangeshkar Passes Away : ‘ভারতের নাইটিঙ্গলের’ প্রয়াণে শোকের ছায়া ভিন দেশেও, টুইটে সমবেদনা বাংলদেশের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 06, 2022 | 6:08 PM

Bangladesh Foreign Ministry : বাংলাদেশের বিদেশ মন্ত্রক ভারতরত্ন পুরস্কারপ্রাপ্তকে শ্রদ্ধা জানিয়ে একটি বিবৃতি জারি করেছে। টুইটে লেখা হয়েছে, "তিনি সঙ্গীতে তার অতুলনীয় অবদানের জন্য ভারতের এবং উপমহাদেশ ও বিশ্বের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।"

Follow Us

ঢাকা : রবিবারের সকালে শোকের ছায়া সঙ্গীত জগতে। সঙ্গীত জগতকে একা করে চলে গেলেন সুর সম্রাজ্ঞী। সরস্বতী বিসর্জনের দিন বিদায় নিলেন সাক্ষাৎ বাগদেবী। কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুতে শুধু ভারত নয়, ভারত পেরিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশেও শোকের ছায়া নেমে এসেছে। পাকিস্তান থেকে সেই দেশের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী প্রবীণ গায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রক ভারতরত্ন পুরস্কারপ্রাপ্তকে শ্রদ্ধা জানিয়ে একটি বিবৃতি জারি করেছে।

বাংলাদেশের বিদেশ মন্ত্রক টুইটারে লিখেছে, “কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর সমবেদনা। তিনি সঙ্গীতে তার অতুলনীয় অবদানের জন্য ভারতের এবং উপমহাদেশ ও বিশ্বের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তাঁর বিদেহী আত্মার চির শান্তির জন্য আমরা প্রার্থনা করি।” প্রসঙ্গত, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মঙ্গেশকর উভয়েই ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। শেখ হাসিনা ১৯৪৭ সালে এই তারিখে জন্মগ্রহণ করেন এবং লতা মঙ্গেশকর ১৯২৯ সালে জন্মগ্রহণ করেছিলেন।

আজ সকাল ৮.১২ মিনিটে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের নাইটিঙ্গল। গত ৮ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯২ বছরের কোকিলকণ্ঠী। সঙ্গে নিউমোনিয়া ধরা পড়ে। পরিবার একেবারেই ঝুঁকি নিতে চায়নি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছিল লতাকে। ২৭ দিন ধরে সেখানে ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর। প্রথম থেকেই আইসিইউতে রাখা হয় লতাকে। চিকিৎসায় ধীরে ধীরে উন্নতিও হচ্ছিল তাঁর। তারপর ভেন্টিলেশন থেকেও বের করে আনা হয় তাঁকে। কিন্তু ফের তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ার ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা আর হল না। করোনা কেড়ে নিল সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র।

সন্ধ্যা ৬.৩০ মিনিটে মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হবে। লতা মঙ্গেশকরের প্রয়াণে কেন্দ্রীয় সরকারের তরফে দু’দিন রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, “লতা মঙ্গেশকরের স্মরণে ৬ এবং ৭ ফেব্রুয়ারি এই দুই দিন জাতীয় শোক পালন করা হবে। শ্রদ্ধার চিহ্ন হিসাবে দুই দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।” শুধু সঙ্গীত মহল বা শিল্পী মহল নয় কোকিল কন্ঠীর এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহল তথা গোটা দেশে। লতা মঙ্গেশকারের প্রয়াণে টুইট করে শোক বার্তা জ্ঞাপন করেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র টুইট বার্তায় জানিয়েছেন, “আমি লতাদিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়েছি। এটাকে আমি আমার সম্মান বলেই মনে করি। তার সঙ্গে আমার কথোপকথন অবিস্মরণীয় থাকবে। লতাদিদির প্রয়াণে আমি ও গোটা ভারত শোকাহত। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

ঢাকা : রবিবারের সকালে শোকের ছায়া সঙ্গীত জগতে। সঙ্গীত জগতকে একা করে চলে গেলেন সুর সম্রাজ্ঞী। সরস্বতী বিসর্জনের দিন বিদায় নিলেন সাক্ষাৎ বাগদেবী। কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুতে শুধু ভারত নয়, ভারত পেরিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশেও শোকের ছায়া নেমে এসেছে। পাকিস্তান থেকে সেই দেশের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী প্রবীণ গায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রক ভারতরত্ন পুরস্কারপ্রাপ্তকে শ্রদ্ধা জানিয়ে একটি বিবৃতি জারি করেছে।

বাংলাদেশের বিদেশ মন্ত্রক টুইটারে লিখেছে, “কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর সমবেদনা। তিনি সঙ্গীতে তার অতুলনীয় অবদানের জন্য ভারতের এবং উপমহাদেশ ও বিশ্বের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তাঁর বিদেহী আত্মার চির শান্তির জন্য আমরা প্রার্থনা করি।” প্রসঙ্গত, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মঙ্গেশকর উভয়েই ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। শেখ হাসিনা ১৯৪৭ সালে এই তারিখে জন্মগ্রহণ করেন এবং লতা মঙ্গেশকর ১৯২৯ সালে জন্মগ্রহণ করেছিলেন।

আজ সকাল ৮.১২ মিনিটে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের নাইটিঙ্গল। গত ৮ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯২ বছরের কোকিলকণ্ঠী। সঙ্গে নিউমোনিয়া ধরা পড়ে। পরিবার একেবারেই ঝুঁকি নিতে চায়নি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছিল লতাকে। ২৭ দিন ধরে সেখানে ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর। প্রথম থেকেই আইসিইউতে রাখা হয় লতাকে। চিকিৎসায় ধীরে ধীরে উন্নতিও হচ্ছিল তাঁর। তারপর ভেন্টিলেশন থেকেও বের করে আনা হয় তাঁকে। কিন্তু ফের তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ার ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা আর হল না। করোনা কেড়ে নিল সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র।

সন্ধ্যা ৬.৩০ মিনিটে মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হবে। লতা মঙ্গেশকরের প্রয়াণে কেন্দ্রীয় সরকারের তরফে দু’দিন রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, “লতা মঙ্গেশকরের স্মরণে ৬ এবং ৭ ফেব্রুয়ারি এই দুই দিন জাতীয় শোক পালন করা হবে। শ্রদ্ধার চিহ্ন হিসাবে দুই দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।” শুধু সঙ্গীত মহল বা শিল্পী মহল নয় কোকিল কন্ঠীর এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহল তথা গোটা দেশে। লতা মঙ্গেশকারের প্রয়াণে টুইট করে শোক বার্তা জ্ঞাপন করেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র টুইট বার্তায় জানিয়েছেন, “আমি লতাদিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়েছি। এটাকে আমি আমার সম্মান বলেই মনে করি। তার সঙ্গে আমার কথোপকথন অবিস্মরণীয় থাকবে। লতাদিদির প্রয়াণে আমি ও গোটা ভারত শোকাহত। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

Next Article