বাংলাদেশ: চিন থেকে বাংলাদেশের ঋণগ্রহণ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সেই প্রসঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, চিনা ঋণ নিয়ে অনেকেই অহেতুক ভয় দেখাচ্ছে। চিনা ঋণ নিয়ে ভয়ের কোনও কারণ নেই বলেই দাবি করেছেন তিনি।
শনিবার রাজধানী ঢাকার হোটেল সোনারগাঁওতে ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি’ আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক এক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, ‘এগুলো সবই অপপ্রচার। অনেকেই বলেন, বাংলাদেশ চিনের মরণফাঁদে পা দিচ্ছে শ্রীলঙ্কার মতো। ডেথ ট্র্যাপ হতে হলে ৪০ শতাংশ ঋণ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমাদের দেশের সর্বমোট ঋণ হল ১৫ শতাংশের কিছু বেশি, ১৬ শতাংশের মতো।’ মন্ত্রী বলেন, ‘যদি দেশগুলো দেখেন, প্রতিষ্ঠান দেখেন, আমরা সবচেয়ে বেশি ঋণ নিয়েছি ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং আইএমএফ থেকে। প্রায় ৭৩ শতাংশের বেশি। পরবর্তী সবচেয়ে বেশি যে দেশ থেকে আমরা ঋণ নিয়েছি সেটা হলো জাপান। চিন তো ধারেকাছেই নেই, ৫ শতাংশের কিছু বেশি।’
তিনি আরও বলেন, ‘আমাদের কিছু জ্ঞানপাপী বলে বেড়ান, বাংলাদেশ সতর্ক হও। বলা হয়, আমরা চিনের লেজুড় হয়ে যাচ্ছি। কারণ আমাদের নাকি ৮০ শতাংশ মিলিটারি ইক্যুইপমেন্ট চিন থেকে কেনা। এটা একটা ডাহা মিথ্যা কথা।’
চিন তিস্তা ব্যারেজের জন্য টাকা দিচ্ছে বলে যে কথা শোনা যাচ্ছে, সেটা ভুল বলে জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে বন্যা কী ভাবে প্রতিরোধ করা যায়, তার জন্য পরিকল্পনা করা হয়েছিল। ৫-৬ বিলিয়ন ডলার। অত টাকা কেউ দেয়নি বলে জানা গিয়েছে। তার একটি অংশ ছিল তিস্তা ব্যারেজ।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলাদেশ: চিন থেকে বাংলাদেশের ঋণগ্রহণ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সেই প্রসঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, চিনা ঋণ নিয়ে অনেকেই অহেতুক ভয় দেখাচ্ছে। চিনা ঋণ নিয়ে ভয়ের কোনও কারণ নেই বলেই দাবি করেছেন তিনি।
শনিবার রাজধানী ঢাকার হোটেল সোনারগাঁওতে ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি’ আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক এক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, ‘এগুলো সবই অপপ্রচার। অনেকেই বলেন, বাংলাদেশ চিনের মরণফাঁদে পা দিচ্ছে শ্রীলঙ্কার মতো। ডেথ ট্র্যাপ হতে হলে ৪০ শতাংশ ঋণ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমাদের দেশের সর্বমোট ঋণ হল ১৫ শতাংশের কিছু বেশি, ১৬ শতাংশের মতো।’ মন্ত্রী বলেন, ‘যদি দেশগুলো দেখেন, প্রতিষ্ঠান দেখেন, আমরা সবচেয়ে বেশি ঋণ নিয়েছি ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং আইএমএফ থেকে। প্রায় ৭৩ শতাংশের বেশি। পরবর্তী সবচেয়ে বেশি যে দেশ থেকে আমরা ঋণ নিয়েছি সেটা হলো জাপান। চিন তো ধারেকাছেই নেই, ৫ শতাংশের কিছু বেশি।’
তিনি আরও বলেন, ‘আমাদের কিছু জ্ঞানপাপী বলে বেড়ান, বাংলাদেশ সতর্ক হও। বলা হয়, আমরা চিনের লেজুড় হয়ে যাচ্ছি। কারণ আমাদের নাকি ৮০ শতাংশ মিলিটারি ইক্যুইপমেন্ট চিন থেকে কেনা। এটা একটা ডাহা মিথ্যা কথা।’
চিন তিস্তা ব্যারেজের জন্য টাকা দিচ্ছে বলে যে কথা শোনা যাচ্ছে, সেটা ভুল বলে জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে বন্যা কী ভাবে প্রতিরোধ করা যায়, তার জন্য পরিকল্পনা করা হয়েছিল। ৫-৬ বিলিয়ন ডলার। অত টাকা কেউ দেয়নি বলে জানা গিয়েছে। তার একটি অংশ ছিল তিস্তা ব্যারেজ।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা