Molnupiravir: বাংলাদেশে তৈরি হবে করোনার ওষুধ! শীঘ্রই মিলতে পারে অনুমোদন

Bangladesh: এসকেএফ, স্কয়ার, বেক্সিমকো, রেনেটা, ইনসেপ্টা, বিকনসহ মোট ৮ থেকে ১০টি প্রতিষ্ঠান এই তালিকায় আছে।

Molnupiravir: বাংলাদেশে তৈরি হবে করোনার ওষুধ! শীঘ্রই মিলতে পারে অনুমোদন
ভারতের বাজারেও মিলবে মোলনুপিরাভির
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2021 | 9:47 PM

ঢাকা : করোনা চিকিৎসা বাজারে আসছে নয়া ওষুধ মোলনুপিরাভির। ইতিমধ্যেই ব্রিটেনে অনুমোদন পেয়েছে সেই ওষুধ। এবার সেই ওষুধই তৈরি হবে বাংলাদেশে। উৎপাদন ও ব্যবহারের অনুমোদন দিতে যাচ্ছে বাংলাদেশের সরকার। চলতি সপ্তাহের মধ্যেই দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই অনুমোদন পাবে। নতুন এই ওষুধ তৈরি করেছে মার্কিন সংস্থা। মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিক।

জানা দিয়েছে বাংলাদেশের প্রায় সব ওষুধ কোম্পানিই এই ওষুধ উৎপাদনের অনুমোদন চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। খুব শীঘ্রই এই সংস্থাগুলিকে অনুমোদন দেওয়া হবে। এসকেএফ, স্কয়ার, বেক্সিমকো, রেনেটা, ইনসেপ্টা, বিকনসহ মোট ৮ থেকে ১০টি প্রতিষ্ঠান এই তালিকায় আছে।

মার্কিন সংস্থা মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকস (Merck and Ridgeback Biotherapeutics) এই ওষুধ বাজারে আনছে। এটি কোভিডের অ্যান্টি ভাইরাল পিল হিসেবে কাজ করবে। করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। ব্রিটেনের মেডিসিন অ্যান্ড হেল্থকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির (Medicines and Healthcare products Regulatory Agency) তরফ থেকে এই ওষুধটিকে অনুমোদন দেওয়া হয়েছে ইতিমধ্যেই। নির্দেশিকায় বলা হয়েছে, করোনা পরীক্ষা করার বা করোনার উপসর্গ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যেই এই ওষুধ খেতে হবে।

করোনায় খাওয়ার ওষুধ হিসেবে এটিই প্রথম অনুমোদন পেল। এর আগে রেমিডেজ়িভির নামে ইঞ্জেকশন ব্যবহার করা হয়েছে করোনার চিকিৎসার জন্য। সাধারণত করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে এই ইঞ্জেকশন দেওয়া হয়। ব্রিটেনের সরকারের তরফেও মোলনুপিরাভির করোনা চিকিৎসার ওষুধ হিসেবে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। ব্রিটেনে এখনও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। গত সাতদিনে দৈনিক সংক্রমণ ৪০ হাজারের বেশি হয়েছে।

আগেই গবেষকরা জানিয়েছিলেন নতুন এই অ্যান্টি-ভাইরাল ওষুধ মোলনুপিরাভির ২৪ ঘণ্টার মধ্যেই সংক্রমণ রুখতে সক্ষম। করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত রেমিডেজ়িভির বা ফ্যাবিপিরাভির কিছুটা কার্যকর হলেও সংক্রমণ রোধে সম্পূর্ণ সফল নয় কোনওটিই। তবে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির এক গবেষক দল মোলনুপিরাভির নামে এই ওষুধটি তৈরি করেছেন। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিরুদ্ধে লড়তে সক্ষণ এই ওষুধটি করোনা সংক্রমণ রুখতেও সফল বলেই দাবি করা হয়েছে গবেষণাপত্রে।

এরই মধ্যে ওষুধ আনার কথা জানিয়েছে ফাইজ়ার। ৭৭৫ জনের রোগীর ওপর প্রাথমিকভাবে ওই ওষুধের পরীক্ষা করেছে ফাইজ়ার। দেখা গিয়েছে মৃত্য়ু হয়নি কারও। এক শতাংশের কম রোগীর ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে ওই সংস্থা। জনাা গিয়েছে, ওই ওষুধের ব্র্যান্ড নেম হবে, পাক্সলোভিড। দিনে দুবার তিনটি করে ওষুধ খাওয়াতে হবে রোগীকে। এই ওষুধ খেলে কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি সংস্থার তরফে।

আরও পড়ুন : Afghanistan Issue: আফগানিস্তানে তালিবান সদস্যদের হাতেই পুলিশ প্রধান, গভর্নরের দায়িত্ব