ঢাকা: টিকা আমদানি নয়, এ বার দেশেই তৈরি হবে করোনা টিকা। চিনের টিকা প্রস্তুতকারক সংস্থা সিনোফার্মের সঙ্গে যৌথ প্রচেষ্টায় এই ভ্য়াকসিন তৈরি করবে বাংলাদেশ। সোমবারই সে দেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মেনন জানান এই কথা।
এ দিন সকালেই চিনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে কথা বলেন আব্দুল মেনন। দুপুরে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, বাণিজ্যিক চুক্তির পাশাপাশি এ বার সিনোফার্মের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশেও করোনা টিকা তৈরি করা হবে।
এ কে আব্দুল মেনন বলেন, “চিনের কাছ থেকে এখনও অবধি ৭০ লক্ষ টিকা কেনা হয়েছে। এই পাশেও টিকা আমদানি করা হবে। নিরবিচ্ছিন্নভাবে আমাদের টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে সিনোফার্ম। ইতিমধ্যেই কত সংখ্যক টিকার প্রয়োজন আমাদের, তা জানানো হয়েছে।”
তিনি জানান, টিকার যৌথ উৎপাদন নিয়ে ইতিমধ্যেই খসড়াপত্র স্বাক্ষর করা হয়েছে। চিনের স্বাস্থ্যমন্ত্রক চুক্তিতে অনুমোদন দিলে দুই মাসের মধ্যে উৎপাদন শুরু হতে পারে টিকার। আপাতত, গত সপ্তাহের বৃহস্পতিবারই আরও ৩০ লক্ষ টিকা পৌঁছেছে বাংলাদেশে। এর আগে গত ২ মে চিন সরকারের উপহার হিসেবে সিনোফার্মের ৫ লক্ষ ডোজ় টিকা বাংলাদেশে আসে। সেটাই ছিল চিন থেকে আসা প্রথম টিকা। উপহারের টিকা দ্বিতীয়বার আসে ৬ লক্ষ ডোজ় টিকা আসে গত ১৩ জুন। ৩ জুলাই ও ৪ জুলাইও বিমানে ২০ লক্ষ ডোজ, ১৭ জুলাই ১০ লক্ষ ডোজ এবং ১৮ জুলাই ১০ লক্ষ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছয়। আরও পড়ুন: নিয়ম মানাতে রাস্তায় টহল সেনাবাহিনীর, ডেল্টার দাপটে আরও কঠোর লকডাউন জারি অস্ট্রেলিয়া জুড়ে