ঢাকা: করোনার কারণে বাংলাদেশেও দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল-কলেজ। এই অবস্থায় ধীরে ধীরে স্কুলগুলি খোলার ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলগুলিও খোলার ব্যাপারে উদ্যোগী তিনি। হাসিনা বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলি এবার খুলে দেওয়া দরকার। এজন্য যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, স্কুলগুলোও খুলে দিতে হবে। এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, বাচ্চারা ঘরে থাকতে থাকতে তাদেরও কষ্ট হচ্ছে। সেদিকে আমাদের নজর দেওয়া দরকার।’
এ ক্ষেত্রে করোনা সংক্রমণ পরিস্থিতি এবং টিকা দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা বলেন হাসিনা। তিনি জানান, করোনা বিধি মেনে চলার বিষয়টি সবাইকে লক্ষ রাখতে হবে। শুধু তাই নয়, স্বাস্থ্য বিধি মেনেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার বিষয়ে জোর দেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষামন্ত্রককে, তারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।’ সম্প্রতি বাংলাদেশে এই বিষয়ে একটি বৈঠক হয়। অনলাইনের মাধ্যমে এই বৈঠকে অংশ নেন তিনি। আর সেই বৈঠকেই নির্দেশ হাসিনার।
তাঁর এই নির্দেশের পরেই ‘সুখবর’ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ জন্য তাদের সব প্রস্তুতি আছে বলেও জানান। সে দেশের শিক্ষামন্ত্রী বলেন, আমরা অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করছি, আশা করি দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। তাঁর মতে, মাননীয় প্রধানমন্ত্রী এই সংকটের একেবারে প্রথম থেকেই আমাদের নির্দেশ দিয়ে যাচ্ছেন, কীভাবে আমরা কত দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি। প্রথমেই শিক্ষার্থী এবং অভিভাববকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। দ্বিতীয়ত কেউ যাতে শিক্ষা থেকে ব্যাহত না হয় সে বিষয়টির খেয়াল রাখা হচ্ছে। অন্যদিকে স্কুল খোলার পাশাপাশি দুর্নীতি নিয়েও সরব হয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি আধিকারিক এবং কর্মীদের উদ্দেশে হাসিনা বলেন, এত বেতনভাতার পরও দুর্নীত হলে সহ্য করা হবে না। বিষয়টি মাথায় রেখে কাজ করার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ভবিষ্যতে আমাদের আরও অনেক দূর যেতে হবে এবং সে পরিকল্পনা আমরা নিয়েছি। আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান, সেগুলো মাথায় রেখে আমাদের উন্নয়ন পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। হাসিনার কথায় দেশে তৈরি ভ্যাকসিনের বিষয়টিও উঠে আসে। তিনি বলেন, ইতোমধ্যে দেশে ভ্যাকসিন তৈরি হয়েছে। শুধু তাই নয়, সেগুলির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে দাবি করেন শেখ হাসিনা। তবে এক্ষেত্রে আর যত ভ্যাকসিন লাগবে সেটা ক্রয় করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর এজন্যে যা প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দেশের মানুষকে আশ্বস্ত করেছেন হাসিনা। আরও পড়ুন: কোলের সন্তানকে কাঁটাতারের ওপারে ছুড়ে দিচ্ছে মা, চোখের জল বাধ মানছে না সেনা জওয়ানদেরও