Bangladesh News: শ্বশুরবাড়ি গিয়েছিলেন সদ্য বিবাহিত যুবক, সেখানেই মিলল ঝুলন্ত দেহ! কারণ জানলে অবাক হয়ে যাবেন…

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Apr 25, 2022 | 7:37 PM

Suicide Case: পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তি কয়েকদিন আগেই বেশ কয়েকমাসের ছুটিতে কঙ্গো থেকে বাড়ি ফিরেছিলেন। বাড়ি ফিরে সাবরিনা আক্তার সুবর্ণার সঙ্গে তাঁর বিয়ে হয়।

Bangladesh News: শ্বশুরবাড়ি গিয়েছিলেন সদ্য বিবাহিত যুবক, সেখানেই মিলল ঝুলন্ত দেহ! কারণ জানলে অবাক হয়ে যাবেন...
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

ফেনী: জীবনে মৃত্যু যে কখন নেমে আসে, তার কোনও ঠিক ঠিকানা নেই। এই আছে জীবন তো পরক্ষণেই নেমে আসতে পারে মৃত্যুর অন্ধকার। স্বাভাবিক ও অস্বাভাবিক দুই ধরনের মৃত্যু হয়ে থাকে। বাংলাদেশের (Bangladesh) ফেনী উপজেলার এক ব্যক্তির মৃত্যুর ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে মৃত ব্যক্তির সদ্য বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়ি যাওয়ার পরই তাঁর মৃত্যুর খবর সামনে এসেছে। সোমবার দুপুরের ফেনীর পূর্ব কচুয়া গ্রামের একটি বাড়ি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি শ্বশুরবাড়িতে গিয়ে আত্মহত্যা (Suicide Case) করেছে। পুলিশ (Bangladesh Police) ইতিমধ্যেই ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, ২৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম কপিল উদ্দিন। পুলিশ জানিয়েছে, ওই উপজেলারই পাঠান নগর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। এই মৃত্যু নিয়ে আরও প্রশ্ন উঠেছে যখন মৃতের বাবা পুত্রবধূ ও তাঁর মা বাবার নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। তাদের বিরুদ্ধে ছেলে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ এনেছেন নিহতের বাবা। জানা গিয়েছে, ওই ব্যক্তি কর্মসূত্রে আফ্রিকার কঙ্গোতে থাকতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তি কয়েকদিন আগেই বেশ কয়েকমাসের ছুটিতে কঙ্গো থেকে বাড়ি ফিরেছিলেন। বাড়ি ফিরে সাবরিনা আক্তার সুবর্ণার সঙ্গে তাঁর বিয়ে হয়। তবে বিয়ের পর থেকে সুবর্ণা নিজের বাপের বাড়িতে থাকতেন। ঈদের পর স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার কথা ছিল কপিলের। শনিবার স্ত্রীয়ের সঙ্গে করার জন্য কপিল তাঁর শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। এরপরই শুরু হয়ে যাবতীয় বিপত্তি। রবিবার সকালে কপিল তাঁর বাবাকে ফোনে জানায়, বিয়েতে দেওয়া যাবতীয় গয়না ফেরত চাইছে শ্বশুরবাড়ির লোকজন। আজ সকালে আরও একবার বাবাকে ফোন করে একই কথা জানিয়েছিলেন কপিল। পরে আজ দুপুরেই শ্বশুরবাড়ির একটি ঘরে সিলিং ফ্যানের সঙ্গে কপিলের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। ঘটনার খবর পেয়ে কপিলের বাবা কান্নায় ভেঙে পড়েন এবং ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন, তাঁর ছেলের নিথর দেহ মাটিতে শায়িত রয়েছে। ফেনী থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলিশ খবর পাওয়া মাত্র সেখানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। ফেনী হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাবার অভিযোগের ভিত্তিতে কপিলের শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর স্ত্রী ও শাশুড়ি পলাতক। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে।

আরও পড়ুন World’s Oldest Person Dies : ১১৯ বছর বয়সে থামলেন তানাকা, জেনে নিন তাঁর দীর্ঘ জীবনের ‘ফর্মুলা’

Next Article