ঢাকা: করোনা (COVID) আবহে বিধ্বস্ত দুই বাংলাই। এপার-ওপার দু’পারেই থাবা বসিয়েছে মারণ ভাইরাস। আর তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে প্রতিষ্ঠানগুলিতে। করোনা রোখার জন্য বাংলাদেশে জারি লকডাউন। এপারে পশ্চিমবঙ্গেও আংশিক লকডাউনের পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজার-দোকান খোলায় জারি হয়েছে সময়মাফিক নিষেধাজ্ঞা।
বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন ব্যাঙ্ক লেনদেনের সময় কমানোর। সেই মতো স্রেফ ১০টা থেকে ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। অন্যদিকে এতদিন বাংলাদেশে ব্যাঙ্ক খোলা ছিল স্রেফ ১০টা থেকে ১টা অর্থাৎ ৩ ঘণ্টা। এখনই লেনদেনেক সময় বেড়ে হয়েছে ১০টা থেকে ২টো। উল্লেখ্য ঈদে যাতে সংক্রমণ বৃদ্ধি না পায়, তাই ব্যাঙ্ক কর্মীদের কর্মস্থলেই থাকার নির্দেশ দিয়েছে ব্যাঙ্ক। পশ্চিমবঙ্গেও বাতিল হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। বিমানেও কড়াকড়ি করার নির্দেশ দিয়েছেন মমতা।
তবে এতকিছুর পরেও রোখা যাচ্ছে না সংক্রমণের গতি। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ২ হাজার জন। যার ফলে বাংলাদেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৬৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। তবে হাসিনার দেশে ৬ লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই করোনা জয় করেছেন। মঙ্গলবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশ পাওয়া বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১০৭ জন মারা গিয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৩৯। একই সময় সেরে উঠেছেন ১৬ হাজার ৫৪৭।
আরও পড়ুন: ভারতের পরিস্থিতি উদ্বেগজনক, সাহায্যের আর্জি জানিয়ে বাইডেনকে চিঠি সাংসদের