ঢাকা: হাসিনা সরকারের পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অন্যতম নিদর্শন হল পদ্মা সেতু (Padma Bridge)। গত বছর পদ্মা সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গে ঢাকার (Dhaka) সঙ্গে ২১টি জেলা সড়কপথে যুক্ত হয়েছে। এবার এক বছরের মধ্যেই পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলের কথা ঘোষণা করলেন বাংলাদেশের রেল মন্ত্রকের সচিব হুমায়ুন কবীর। তিনি জানান, আগামী বছর থেকেই পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা ট্রেন চলাচল করবে।
শুক্রবার যশোরের বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেল মন্ত্রকের সচিব হুমায়ুন কবীর। বেলা ১১টা নাগাদ তিনি বেনাপোল স্টেশনে পৌঁছতেই স্থানীয় প্রশাসন ও রেলকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারপরই পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলের কথা ঘোষণা করেন রেল সচিব। মূলত, পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে ট্রেন চলাচলের সম্ভাব্যতা যাচাই করতেই এদিন তিনি স্টেশন পরিদর্শনে আসেন বলে জানা গিয়েছে।
বেনাপোল স্টেশন পরিদর্শনের পর রেলসচিব হুমায়ুন কবীর বলেন, “২০২৪ সাল থেকেই পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা ট্রেন চলাচল করবে।” অবিলম্বে বেনাপোল স্টেশনের আধুনিকীকরণ করা হবে এবং যাত্রীদের আরও সুবিধা দিতে স্টেশনে বিশ্রামগার নির্মাণ করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি বহিরাগতরা যাতে স্টেশন এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন রেল সচিব।
এদিন বেনাপোল স্টেশন পরিদর্শনের পর স্থানীয় রেল আধিকারিক, বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকও করেন রেল মন্ত্রকের সচিব হুমায়ুন কবীর। মূলত, স্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা নিয়েই রেল আধিকারিক ও স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।