অনুমোদন পেলেও এখনই বাংলাদেশকে টিকা দেবে না চিন

সুমন মহাপাত্র |

May 10, 2021 | 7:09 PM

চিনের টিকা ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে আপদকালীন অনুমোদন পেয়েছে। তাই বিশ্ব বাজারে এর গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পেয়েছে।

অনুমোদন পেলেও এখনই বাংলাদেশকে টিকা দেবে না চিন
ফাইল চিত্র

Follow Us

ঢাকা: সপ্তাহখানেক আগে চিনের সিনোফার্মের করোনা টিকাকে (COVID Vaccine) অনুমোদন দিয়েছে বাংলাদেশ। তারপরই চিন থেকে টিকা আনার তোড়জোড় শুরু করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। তাই টিনের কাছ থেকে টিকা কিনতে চেয়েছে হাসিনা প্রশাসন। তার আগে অবশ্য ৫ লক্ষ টিকা উপহার পাঠাচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই টিকা ১২ মে বাংলাদেশে পৌঁছবে। কিন্তু আপাতত কেনা টিকা আসার কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানালেন বাংলাদেশে থাকা চিনের রাষ্ট্রদূত লি জিমিং।

তিনি জানান, বাংলাদেশে টিকা পাঠানোর বিষয়টি চিন অত্যন্ত ইতিবাচক চোখে দেখছে। তবে সমস্যা হয়েছে অনুমোদন। কারণ বাংলাদেশে চিনা টিকা অনুমোদন পেয়েছে স্রেফ ১ সপ্তাহ আগে। সেখানে অন্যান্য দেশে আগে থেকেই টিকা অনুমোদিত হয়ে আছে। তাই বিশ্ব বাজারে আগে সেইসব দেশকে টিকা দিতে হবে। চিনের টিকা পাওয়ার জন্য বিশ্ব বাজারে যে চাহিদা রয়েছে। সেখানে অনেকটাই পিছিয়ে হাসিনার দেশ। তাই বাংলাদেশকে টিকা পাওয়ার জন্য আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানান লি জিমিং।

চিনের টিকা ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে আপদকালীন অনুমোদন পেয়েছে। তাই বিশ্ব বাজারে এর গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পেয়েছে। সেখান থেকে বাংলাদেশে দ্রুত টিকা আনার জন্য সব চেষ্টা করবেন বলে জানিয়েছেন লি জিমিং। উল্লেখ্য, বাংলাদেশে এতদিন ভারতের কোভিশিল্ডের মাধ্যমে করোনা টিকাকরণ চলছিল। সে দেশের ব্রেক্সিমকো সংস্থা টিকা বিতরণের দায়িত্বে ছিল। কিন্তু ভারত তেকে টিকার পর্যাপ্ত জোগান না থাকায় কয়েকদিন আগেই রাশিয়ার স্পুটনিক ভি ও চিনের সিনোফার্মের টিকাকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: ক্ষমতাচ্যুত ওলি, আস্থাভোটে বিরাট ব্যবধানে হার নেপালের প্রধানমন্ত্রীর

Next Article