পঞ্চগড়: প্রতিদিন সকালে খবরের কাগজ খুললে একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা চোখে পড়ে। কখনও এই ঘটনার পিছনে থাকে কোনও দুর্ঘটনা, কখনও আবার ক্ষুরধার বুদ্ধি খাটিয়ে পরিকল্পনা মাফিক খুন করা হয়। বাংলাদেশের (Bangladesh News) পঞ্চগড়ে একটি কাঁঠাল গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃহদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়ছে। বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা থেকে এই ওই ব্যক্তির মৃতদেহ(Dead Body) উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বাবুল হোসেন। তাঁর বয়স ৪১ বছর বলেই জানিয়েছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃত ব্যক্তির তুতো ভাই জমির হোসেনকে হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, সকালে ডাঙ্গাপাড়া এলাকার একটি চা বাগানের সামনে থাকা কাঁঠালগাছের ডালে ঝুলন্ত অবস্থায় বাবুলকে দেখা গিয়েছিল। স্বাভাবিক ভাবে এই অবস্থায় পাড়ার যুবককে দেখে স্থানীয় বাসিন্দারা হকচকিয়ে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছিল। বাবুলের নিকট আত্মীয় আতাউর রহমান জানিয়েছেন, তুতো ভাইদের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই বাবুলের সমস্যা চলছিল।
জানা গিয়েছে, বাবুল ও জামিরের মধ্যে জমিজমা সংক্রান্ত বিবাদ চলছিল। এই বিরোধ নিয়ে কয়েকবার দু’পক্ষের মধ্যে চরম বাদানুবাদ হয়েছে। বৃহস্পতিবার ভোর বেলায় বাবুলকে তাঁর তুতো ভাই বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে পরিবারের লোকেরা বাবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁর হদিশ মেলেনি। এমনকী মোবাইলে ফোন করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় লোকজনের কাছে পরিবার তাঁর মৃত্যুর খবর পায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি হত্যাকাণ্ড। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হবে।