Bangladesh News: পুলিশ দেখে ‘ডাকাত, ডাকাত’ চিৎকার মাদক ব্যবসায়ীদের, তারপর…

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

May 26, 2022 | 3:09 PM

Bangladesh News: চট্টগ্রামের মিরসরাইয়ে ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার করে সাদাপোশাকে থাকা র‍্যাব কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

Bangladesh News: পুলিশ দেখে ডাকাত, ডাকাত চিৎকার মাদক ব্যবসায়ীদের, তারপর...
ছবি: সংবাদ সংস্থা

Follow Us

চট্টগ্রাম: যেকোনও নেশায় আসক্তি যে কতটা ক্ষতিকর হতে পারে, তার ভুরি ভুরি উদাহরণ আমাদের কাছে রয়েছে। তাই বিভিন্ন সময়ে মাদকের ব্যবহার রুখতে, পুলিশি অভিযান চলে। মাদক কারবারীদের (Drug Smugglers) আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে থাকে পুলিশ। কিন্তু মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর লেগে গেল ‘ডাকাত’ তকমা। বাংলাদেশের (Bangladesh News) চট্টগ্রামের (Chittagong) এই আজব কাণ্ড ঘটেছে। চট্টগ্রামের মিরসরাইয়ে ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার করে সাদাপোশাকে থাকা র‍্যাব কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন র‍্যাব সদস্য আহত হয়েছেন, পাশাপাশি তিনটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। বুধের সন্ধ্যায় মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।

র‍্যাব (Bangladesh RAB) জানিয়েছে, তাদের কাছে নির্দিষ্ট খবর ছিল সেই অনুযায়ী তারা মাদক পাচারকারীদের ধরতে গিয়েছিলেন। র‍্যাবকে দেখেই মাদক পাচারকারীরা ডাকাত ডাকাত বলে চিৎকার করতে শুরু করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে ডাকাত ভেবে পুলিশকর্মীদের ওপর চড়াও হয়। তাদের ব্যাপকভাবে মারধর করা হয়েছিল। আহত র‍্যাব কর্মীদের হেলিকপ্টারে (Helicopter) করে ঢাকা সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, মাদক পাচারকারীদের ধরতে পুলিশকর্মীরা একটি সাদা গাড়ি নিয়ে অভিযান চালিয়েছিল। পৌর বাজার এলাকায় পৌঁছতেই হঠাৎ করে গুলির শব্দ শোনা যায়। এরপরই পুলিশকর্মীদের ডাকাত হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ কর্মীদের মাধ্যমে পাশাপাশি তাদের দাড়ি ও ভাঙচুর করা হয়েছে।

এই প্রসঙ্গে জোরারগঞ্জ থানা ওসি মহম্মদ নূর হোসেন সাংবাদিকদের জানান, “স্থানীয় লোকজনের হাতে কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। আমরা আন্দাজ করতে পেরেছি গোটা ঘটনার পেছনে কারা জড়িত। তাদের সন্ধানে তল্লাশি চলছে।” সূত্রের খবর, এই ঘটনায় জড়িতদের খোঁজে ইতিমধ্যেই একাধিক জায়গা তল্লাশি চালানো হয়েছে।

Next Article