Bangladesh News: পাওয়া গেল গাঁজা, কল্কে ও কাঁচি, খুনে অভিযুক্ত ছেলেকে জেলে দেখতে গিয়ে আটক বাবা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Sep 14, 2022 | 6:44 PM

Bangladesh: গোলামের কাছ থেকে গাঁজা খাওয়ার সামগ্রী পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় কোনাবাড়ি থানার পুলিশে খবর দেওয়া হয়েছিল।

Bangladesh News: পাওয়া গেল গাঁজা, কল্কে ও কাঁচি, খুনে অভিযুক্ত ছেলেকে জেলে দেখতে গিয়ে আটক বাবা
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

গাজিপুর: বাংলাদেশের (Bangladesh News) গাজিপুরের জেলে বন্দি ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছে গ্রেফতার হয়েছেন তাঁর বাবা। জানা গিয়েছে, গাজিপুরের কাশিমপুর (Kashimpur) কারগারে বন্দি ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে গাঁজা ও গাঁজা খাওয়ার সামগ্রী সহ ৫৪ বছর বয়সী গোলাম আখতারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা।

পুলিশ (Bangladesh Police) সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে জেল কমপ্লেক্সে প্রবেশের গেটে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ওই ব্যক্তির ছেলে সইফুদ্দিন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে খুনের মামলা চলছে। জানা গিয়েছে, মঙ্গলবার ছেলের সঙ্গে দেখা করতে কাশিমপুরের জেলে গিয়েছিলেন গোলাম।

গোলাম যখন জেলে প্রবেশ করছিলেন, সেই সময় কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা নিয়মমাফিক তল্লাশি করেন। তল্লাশি করতে গিয়ে চোখ কপালে ওঠে নিরাপত্তারক্ষীদের। গোলামের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা, ১০ গ্রাম তামাক, একটি কাঁচি ও গাঁজা খাওয়ার কল্কে পাওয়া গিয়েছে।

গোলামের কাছ থেকে গাঁজা খাওয়ার সামগ্রী পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় কোনাবাড়ি থানার পুলিশে খবর দেওয়া হয়েছিল। কোনাবাড়ি থানার পুলিশ গোলাম আখতারকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। তাঁকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানিয়েছেন, তিনি ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পুলিশ তদন্তে গোলাম জানিয়েছেন, তিনি তাঁর ছেলের জন্য গাঁজা নিয়ে গিয়েছিলেন। গোলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Next Article