ঢাকা : ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি কনটেইনার ডিপো। তারপর সেই বিস্ফোরণ থেকেই বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে। শনিবার রাত ৯ টা নাগাদ এই ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্য়ু হয়েছে ৮ জনের। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। ডিপোর শ্রমিক সহ পুলিশ ও দমকলকর্মীরাও এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্র অনুযায়ী, শনিবার রাত ৯ টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভিতরে আগুন লাগে। তারপরই দমকলে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছয়। তাঁরা পুরোদমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে রাত পৌনে ১১ টা নাগাদ এক কনটেইনার থেকে আরেক কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। কনটেইনারে রাসায়নিক পদার্থ থাকায় বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ কানে পৌঁছয় স্থানীয়দেরও। এই বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার পর্যন্ত এলাকা কেঁপে ওঠে। এর কাছাকাছি থাকা বাড়ির জানালার কাচ ভেঙে যায় বিস্ফোরণের শব্দে। রবিবার সকালেও আগুন নেভানোর কাজ জারি রয়েছে।
এই বিস্ফোরণের ঘটনায় ডিপোর শ্রমিকের পাশাপাশি আহত হয়েছেন পুলিশ ও দমকলের কর্মীরা। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরে ৬০-৯০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এই কনটেইনার ডিপোর মুখপাত্র রাহুল আমিন সিকদার জানিয়েছেন, ৩০ একরের এই প্রাইভেট ডিপোতে হাইড্রোজেন পারক্সাইড সহ বিভিন্ন রাসায়নিক পদার্থ রয়েছে। এই সংস্থার ডিরেক্টর মুজিবুর রহমান জানিয়েছেন, এই আগুন লাগার পিছনে কারণ এখনও অজানা। এই ডিপোতে প্রায় ৬০০ জন কাজ করেন বলেও জানিয়েছেন তিনি।