ঢাকা: বারবার রূপ বদলে মারণ হয়ে উঠেছে করোনাভাইরাস (COVID 19)। একাধিক দেশে ছড়িয়েছে করোনার বিভিন্ন স্ট্রেন। বাংলাদেশেও (Bangladesh) ছড়িয়েছে করোনার একাধিক স্ট্রেন। সে দেশের স্বাস্থ্য দফতরের তরফে জানা গিয়েছে, বাংলাদেশে ছড়িয়েছে করোনার মোট ৪টি স্ট্রেন। রবিবার সে দেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশে সবচেয়ে বেশি ছড়িয়েছে করোনার নাইজেরিয়ান স্ট্রেন।
সে দেশের স্বাস্থ্য দফতরের পরিচালক তাহমিনা শিরীন জানিয়েছেন, বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসের ব্রিটেনে ছড়ানো ভ্যারিয়েন্ট, দক্ষিণ আফ্রিকায় ছড়ানো ভ্যারিয়েন্ট, নাইজেরিয়ায় ছড়ানো ভ্যারিয়েন্ট ও ভারতে ছড়ানো ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে স্বাস্থ্য দফতরের পরিচালক জানিয়েছেন, স্ট্রেন যাই হোক না কেন, স্বাস্থ্যবিধি একই।
তাই স্বাস্থ্যবিধি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। তাহমিনা শিরীন জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু স্ট্রেনের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। সেখানে নাইজেরিয়ায় ছড়ানো স্ট্রেনের সংক্রমণ দেখা যাচ্ছে। পাশাপাশি ভারতে ছড়ানো স্ট্রেনেরও বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, খুলনায় সংক্রমণের গতি বৃদ্ধি পাওয়ায় সেই জেলাগুলিতে সংক্রমণ বৃদ্ধির পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ কমিটি।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ঢাকার রাজপথে বাম ছাত্র সংগঠন