শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ঢাকার রাজপথে বাম ছাত্র সংগঠন

সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপের দাবি করেন।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ঢাকার রাজপথে বাম ছাত্র সংগঠন
ছবি: ফেসবুক
Follow Us:
| Updated on: May 29, 2021 | 8:17 PM

ঢাকা: করোনার কামড়ে দীর্ঘদিন ধরে একাধিক দেশে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। বাংলাদেশেও (Bangladesh) বিগত বেশ কয়েকদিন ধরে দরজা খোলেনি স্কুল-কলেজের। এ বার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাস্তায় নামল বামপন্থী ছাত্রসংগঠন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘প্রগতিশীল ছাত্রসংগঠনসমূহের’ ব্যানারে রাস্তায় নামে বাম ছাত্ররা।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপের দাবি করেন। শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীদের দ্রুত টিকা দিয়ে স্বাস্থ্যবিমা নিশ্চিত করার দাবি করেন তাঁরা। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি আরিফ মইনুদ্দিন দাবি করেন, সরকার ছাত্র আন্দোলনকে ভয় পায়। তাই মসনদ সামলাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে।

উল্লেখ্য, করোনা সংক্রমণের পর থেকেই বাংলাদেশে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। সে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩ জন। প্রাণ হারিয়েছেন ৩৮ জন। বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ বক্ষ ৯৭ হাজারেরও বেশি। মোট প্রাণ হারিয়েছেন ১২ হাজার ৫৪৯ জন। বাংলাদেশে কোভিশিল্ডের মাধ্যমে টিকাকরণ চলছে। অনুমোদিত সিনোফার্ম ও স্পুটনিক ভি দিয়ে সে দেশে দ্রুত টিকাকরণ শুরু হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ভারতে ছড়ানো স্ট্রেনের বিরুদ্ধে কাজ করছে ফাইজ়ার, কিন্তু…