ভারতে ছড়ানো স্ট্রেনের বিরুদ্ধে কাজ করছে ফাইজ়ার, কিন্তু…
ফ্রান্সের এক বিশ্ববিদ্যালয়ের গবেষক জানিয়েছেন, অল্প কার্যকরিতা কমলেও ফাইজ়ার ভ্যাকসিন করোনার ভারতীয় স্ট্রেন রুখতে সম্ভব।
প্যারিস: ভারতে গত অক্টোবর থেকে ছড়িয়েছে করোনার (COVID 19) ডবল মিউট্যান্ট স্ট্রেন। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তের জন্য দায়ী বি.১.৬১৭ স্ট্রেন। প্রশ্ন উঠছিল, বি.১.৬১৭ স্ট্রেনের বিরুদ্ধে কি কাজ করবে বর্তমান প্রতিষেধকগুলি? যদিও একাধিক ভ্যাকসিন নির্মাতা দাবি করেছিল, ওই স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরী তাদের প্রতিষেধক। এ বার এক সমীক্ষায় দেখা যাচ্ছে, করোনার ভারতে ছড়ানো প্রজাতির বিরুদ্ধে কাজ করছে ফাইজ়ার ও বায়োএনটেক। তবে কার্যকরিতা কম।
ফ্রান্সের এক বিশ্ববিদ্যালয়ের গবেষক জানিয়েছেন, অল্প কার্যকরিতা কমলেও ফাইজ়ার ভ্যাকসিন করোনার ভারতীয় স্ট্রেন রুখতে সম্ভব। গবেষণায় ১৬ জনকে দেওয়া হয়েছিল ফাইজ়ার ভ্যাকসিন। বাকি ১২ জন পেয়েছিলেন অ্যাস্ট্রাজ়েনেকার করোনা প্রতিষেধক। সেখানে দেখা গিয়েছে ১৬ জন ফাইজ়ার প্রাপকদের মধ্যে করোনার বি.১.৬১৭ করোনা প্রজাতির বিরুদ্ধে কার্যকরিতা দেখা গিয়েছে। কিন্তু তা অল্প। তবে অ্যাস্ট্রাজ়েনেকার করোনা টিকায় তেমন কার্যকরিতা দেখা যায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বিশ্বের ৫৩টি দেশে ছড়িয়েছে করোনার ডবল মিউট্যান্ট স্ট্রেন। ভারতে অনেকেই এই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। তবে ভারতীয়দের মধ্যে বেশিরভাগ মানুষই পাচ্ছেন অ্যাস্ট্রাজ়েনেকার কোভিশিল্ড প্রতিষেধক। সে ক্ষেত্রে ডবল মিউট্যান্ট স্ট্রেন সংক্রমণ থেকে রোখা যাবে কি না তা নিয়ে গবেষণা চলছে।
আরও পড়ুন: ভারতকে খাবার পাঠিয়ে সাহায্য করল জিডিপিতে ৬৭ নম্বরে থাকা কেনিয়া