আগামী জুনেই পদ্মা সেতুতে ছুটবে গাড়ি, জোর কদমে চলছে কাজ

সুমন মহাপাত্র |

Jun 09, 2021 | 9:04 PM

সড়কপথের সঙ্গে রেল চলাচলও একই সময়ে শুরু করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সেতু বিভাগ।

আগামী জুনেই পদ্মা সেতুতে ছুটবে গাড়ি, জোর কদমে চলছে কাজ
ছবি সৌজন্যে- পদ্মা মাল্টিপারপোজ় ব্রিজ প্রজেক্ট

Follow Us

ঢাকা: পদ্মা সেতুর (Padma Bridge) সড়কপথের কাজ প্রায় শেষ। চলছে স্ল্যাব বসানো। সেই কাজেও সেপ্টেম্বরে ইতি আসবে। অর্থাৎ কেউ চাইলে সেপ্টেম্বরেই হেঁটে পার করতে পারবেন পদ্মা সেতু। আর গাড়ি নিয়ে ছুটতে হলে অপেক্ষা আগামী জুনের। সেতুর দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন আগামী জুন মাসের মধ্যেই যানবাহান চলাচল করতে পারবে পদ্মা সেতু দিয়ে।

সড়কপথের সঙ্গে রেল চলাচলও একই সময়ে শুরু করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সেতু বিভাগ। চলতি জুন মাসের পয়লা পর্যন্ত মূল সেতুর কাজ ৯৩.৫ শতাংশ সম্পন্ন হয়ে গিয়েছে। পদ্মা সেতু প্রকল্পের পরিচাল মো. শফিকুল ইসলাম সে দেশের এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বৃষ্টি বা বন্যার মতো বড় কোনও দুর্যোগ না হলে সেপ্টেম্বরেই শেষ হবে স্ল্যাব বসানোর কাজ।

সেপ্টেম্বরে কাজ শেষ হয়ে গেলেও হেঁটে সেতু পার করার অনুমতি পাবেন না আম আদমিরা। কারণ তখনও চলবে একাধিক কাজ। পদ্মা সেতু তৈরি হয়ে গেলে সরাসরি জুড়ে যাবে মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। এই সেতু নির্মাণে প্রথমে ব্যয় ধরা হয়েছিল ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লক্ষ টাকা। পরে ৩ দফায় ব্যয় বেড়ে বর্তমানে সেতুর ব্যয় দাঁড়িয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকায়।

আরও পড়ুন: ১০০ কিলোমিটার পেরিয়ে বেঙ্গল টাইগার এখন বাংলাদেশে

Next Article