Bangladesh: বিরল দৃশ্যের সাক্ষী থাকবে বাংলাদেশ, জানাল আবহাওয়া দফতর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 19, 2021 | 12:51 AM

প্রায় সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলবে এই চন্দ্রগ্রহণ। গ্রহণের শেষভাগে বাংলাদেশ থেকে বিরল এই দৃশ্য দেখা যাবে।

Bangladesh: বিরল দৃশ্যের সাক্ষী থাকবে বাংলাদেশ, জানাল আবহাওয়া দফতর
ছবি প্রতীকী।

Follow Us

বাংলাদেশ: এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলছে ভারত-বাংলাদেশ। শুক্রবার শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখার সাক্ষী থাকবে এই দুই দেশ। কেবল শতাব্দীর নয়, গত ৫৮০ বছরে এত দীর্ঘ সময় ধরে আংশিক চন্দ্রগ্রহণের নজির কার্যত নেই। প্রায় সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলবে এই চন্দ্রগ্রহণ। গ্রহণের শেষভাগে বাংলাদেশ থেকে বিরল এই দৃশ্য দেখা যাবে। এমনটাই জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দফতর।

আগামিকাল ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী থাকবে প্রতিবেশী এই দেশ। বিজ্ঞান বলছে চাঁদ এবং সূর্যের মাঝামাঝি পৃথিবী এলে পৃথিবীর ছায়া পড়ে চন্দ্রপৃষ্ঠে। সে ছায়ায় চাঁদের পুরোটা ঢাকা পড়লে তাকেই বলা হয় পূর্ণ চন্দ্রগ্রহণ। আর তারই অংশবিশেষকে বিজ্ঞানের ভাষায় বলে আংশিক চন্দ্রগ্রহণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, শুক্রবার চাঁদের ৯৭ শতাংশ সূর্যের আলো থেকে বঞ্চিত হবে। আংশিক সে গ্রহণের সময় লালচে রং ধারণ করবে চাঁদ। এবারের গ্রহণের পুরোটা সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর আমেরিকার দেশগুলো থেকে। তবে শেষের দিকে দেখতে পাবেন বাংলাদেশি নাগরিকেরা।

অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও মূলত গ্রহণ দৃশ্যমান হবে বলে জানা গিয়েছে। বাংলাদেশ আবহাওয়া দফতর জানাচ্ছে, সে দেশে বেলা ১টা ১৯ মিনিটে মূল চন্দ্রগ্রহণ শুরু হবে। চলবে ৩ ঘণ্টা ২৮ মিনিট এবং ২৪ সেকেন্ড। এরপর বাংলাদেশ থেকে দেখা যাবে। গ্রহণের এই পর্যায়ে পৃথিবীর প্রচ্ছায়ায় না থেকে উপচ্ছায়ায় থাকে চাঁদ। আর মূল গ্রহণের মতো অতটা চমকপ্রদও নয়।

শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে বাংলাদেশের আকাশে চন্দ্রগ্রহণ কিছুটা নজরে আসতে পারে। এমনটাই জানাচ্ছেন বাংলাদেশের আবহাওয়াবিদরা। বাংলাদেশ আবহাওয়া দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আকাশ যদি পরিষ্কার থাকে তবে আংশিক গ্রহণের শেষের দিকে দেখা যাবে বাংলাদেশ থেকে।

বাংলাদেশ আবহাওয়া দফতর জানিয়েছে, ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট, ময়মনসিংহে ৫টা ১১ মিনিট, চট্টগ্রামে ৫টা ১০ মিনিট, সিলেটে ৫টা ৫ মিনিট, খুলনায় ৫টা ১৮ মিনিট, বরিশালে ৫টা ১৫ মিনিট, রাজশাহীতে ৫টা ১৯ মিনিট এবং রংপুরে ৫টা ১৪ মিনিট থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। অন্যদিকে ভারতেও কিছু অংশে এই গ্রহণ দেখা যাবে। ভারতে এই চন্দ্রগ্রহণ শুরু হবে ১৯ নভেম্বর দুপুর ১২টা ৪৮মিনিটে এবং শেষ হবে ৪টে ১৭ মিনিটে।

আরও পড়ুন: ভরসন্ধ্যায় ৬৬টি হাতির দল রেললাইনে! একজন হন হন করে ছোটে, অন্যজনের দুলকি চাল, ভয়ঙ্কর কাণ্ড

Next Article