বাংলাদেশে অনুমোদন পেল রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক

সুমন মহাপাত্র |

Apr 27, 2021 | 6:54 PM

ইতিমধ্যেই ৫০টিরও বেশি দেশে ছাড়পত্র পেয়েছে এই প্রতিষেধক

বাংলাদেশে অনুমোদন পেল রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক
ফাইল চিত্র

Follow Us

ঢাকা: ভারত থেকে ঠিকঠাক ভ্যাকসিন বাংলাদেশে পৌঁছচ্ছে না। কয়েকদিন আগে এই অভিযোগই করেছিল বাংলাদেশে (Bangladesh) টিকা বিতরণকারী ব্রেক্সিমকো সংস্থা। তা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের সঙ্গে কথা বলার অনুরোধও করেছিল তারা। তবে ভারতেও ভ্যাকসিন ঘাটতির একের পর এক ছবি প্রকাশ্যে আসছে। এই আবহে রাশিয়ার করোনা প্রতিষেধক স্পুটনিক ভি-কে অনুমোদন দিল হাসিনা সরকার।

সে দেশের স্বাস্থ্যমন্ত্রক রাশিয়ার ভ্যাকসিনকে আপদকালীন ছাড়পত্র দিয়েছে। যার ফলে এখন থেকে বাংলাদেশে স্পুটনিকের আমদানি ও ব্যবহার বৈধ। রাশিয়া বাংলাদেশকে জানিয়েছে, আগামী মে মাস থেকেই টিকা পাঠাতে তারা প্রস্তুত। ল্যানসেট প্রক্রিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী স্পুটনিক প্রায় ৯১ শতাংশ কার্যকরী প্রতিষেধক। ইতিমধ্যেই ৫০টিরও বেশি দেশে ছাড়পত্র পেয়েছে এটি। কয়েকদিন আগে ভারতেও ছাড়পত্র পেয়েছে রাশিয়ার এই প্রতিষেধক।

বাংলাদেশে সেরাম টিকা পাঠানো বন্ধ করেছে। সে দেশে টিকা বিতরণের দায়িত্বে থাকা ব্রেক্সিমকো সংস্থা দাবি করেছে, ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণেই সেরাম টিকা পাঠাতে পারছে না। সে দেশে টিকাকরণ প্রক্রিয়ায় ফাটল ধরেছে। তাই রাশিয়ার প্রতিষেধক এলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মত বিশেষজ্ঞদের। প্রসঙ্গত ভারতের টিকা নিয়ে কয়েকদিন আগেই ব্রেক্সিমকো ফার্মার এমডি নাজমুল জানিয়েছেন, সেরামকে তারা দেড় কোটি টিকার অগ্রিম দিয়েছেন। তাঁদের প্রতি মাসে ৫০ লক্ষ টিকা পাওনা। কিন্তু জানুয়ারিতে ৫০ লক্ষ টিকা এলেও ফেব্রুয়ারিতে এসেছিল স্রেফ ২০ লক্ষ টিকা তারপর আর কোনও টিকা আসেনি। বাংলাদেশে যে পরিমাণ টিকা মজুত আছে তাতে আর ২ সপ্তাহ টিকাকরণ চলবে তার বেশি নয়। পাশাপাশি নাজমুলের দাবি, সেরাম ব্রেক্সিমকোর জন্য ৫০ লক্ষ টিকা তৈরি রেখেছে। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের অনুমোদন না দেওয়ায় তা রফতানি করা যাচ্ছে না।

আরও পড়ুন: ‘আমরা এ লড়াই একসঙ্গে জিতব’, ভারতের পাশে দাঁড়িয়ে হিন্দিতে বার্তা ম্যাক্রঁর

Next Article