Bangladesh New: রেস্তোরাঁর ভিতর কিশোরীর আপত্তিকর ভিডিয়ো তুলল বন্ধুরাই, তারপর এমনটা যে হবে দুঃস্বপ্নেও ভাবেনি মেয়েটি
Bangladesh New: স্কুলের বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় গিয়েই ঘটে এই ঘটনা। সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ : নেহাত একটু আনন্দের জন্যই বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় যাওয়া। কিন্তু সেই আনন্দের সন্ধ্যায় যে এ ভাবে অন্ধকার নেমে আসবে, তা ভাবেনি ওই কিশোরী। যাদের সঙ্গে পড়াশোনা তারা যে এমনটা করতে পারে, তা বুঝতে পারেনি মেয়েটি। কিন্তু ঘটনার পরই সবকিছু বদলে গেল। কিশোরীর আপত্তিকর ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কিশোরীর বন্ধু ও বান্ধবীদের বিরুদ্ধে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। বাংলাদেশের সিরাজগঞ্জে ঘটনা।
সিরাজগঞ্জে এক স্কুলছাত্রীর ‘আপত্তিকর’ ভিডিয়ো তুলে ফেসবুকে ছড়ানোর অভিযোগে একই স্কুলের তিন কিশোর-কিশোরীসহ মোট চার জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার এই সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় এক হোটেল মালিক, দুই কিশোর ও এক কিশোরীকে গ্রেফতার করেছে বাংলাদেশের শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান।
আটক তিন কিশোর- কিশোরী ও ওই ছাত্রী উপজেলা সদরের রংধনু মডেল স্কুলের পড়ুয়া। এই ঘটনায় কিশোরীর আত্মীয় বৃহস্পতিবার রাতে সাত জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
পুলিশের তরফে জানানো হয়েছে, উপজেলা সদরের দ্বরিয়াপুর বাজারের সিরাজ টাওয়ারের তিন তলায় মাসুদ রানা নামে এক ব্যক্তির ‘রেড রোস্টার চাইনিজ রেষ্টুরেন্ট’ নামে একটি খাবার হোটেল আছে। গত ২ জুন সন্ধ্যায় এক কিশোর তার কয়েকজন বন্ধু ও বান্ধবীকে নিয়ে ওই হোটেল নিয়ে যায়। এরপর এক কিশোরীকে একটি আলাদা ঘরে নিয়ে আপত্তিকর ভিডিয়ো তোলে ওই কিশোর।
ঘটনার সময় হোটেল মালিক মাসুদ রানাও সেখানে ছিলেন জানিয়েছেন থানার ওসি। তিনি জানান, আপত্তিকর ভিডিয়ো তুলে কিশোরীর বন্ধু-বান্ধবীরাই নিজেদের ফেসবুকে ও হোয়াটসঅ্য়াপ গ্রুপে ছড়িয়ে দেয়। থানায় মামলা দায়ের হওয়ার পর অভিযান চালিয়ে হোটেল মালিক মাসুদ রানা, দুই কিশোর ও এক কিশোরীকে গ্রেফতার করা হয়েছে।