Benapole-Petrapole: টানা ৫ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল বন্দর, পণ্যসামগ্রী নষ্টের আশঙ্কা

Benapole-Petrapole: সোমবার থেকেই বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টরা।

Benapole-Petrapole: টানা ৫ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল বন্দর, পণ্যসামগ্রী নষ্টের আশঙ্কা
বেনাপোল-পেট্রাপোল বন্দর।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 6:46 PM

ঢাকা: আগামিকাল, মঙ্গলবার থেকেই বন্ধ হয়ে যাচ্ছে বেনাপোল-পেট্রাপোল (Benapole-Petrapole) স্থলবন্দর। একদিন নয়, মঙ্গলবার থেকে টানা পাঁচদিন অর্থাৎ শনিবার পর্যন্ত বন্ধ থাকবে এই স্থলবন্দর। ইদুজ্জোহা উপলক্ষেই টানা পাঁচদিন এই স্থলবন্দর বন্ধ থাকবে। ফলে এই পাঁচদিন ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি-সহ পেট্রাপোল বন্দরের সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে।

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর বন্ধ থাকার খবরটি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা। তিনি জানান, আগামী মঙ্গলবার সরকারি ছুটি। ইদুজ্জোহা উপলক্ষেই বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রবিবার, ২ জুলাই থেকে বন্দরের স্বাভাবিক কাজকর্ম শুরু হবে। বলে জানান লতা।

যদিও সোমবার থেকেই বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টরা। এদিকে, পেট্রাপোল পার্কিং ও বনগাঁ টার্মিনালে কয়েকশ পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন পেট্রাপোলের এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী। এর উপর টানা ছুটির ফলে আটকে থাকা ট্রাকগুলির পণ্য সামগ্রী নষ্ট হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আগামিকাল থেকে শনিবার পর্যন্ত অভিবাসন ও বন্দরের কাজ বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন ওসি আহসান হাবিব।