Bangladesh: ৯ বছর পর ভারত থেকে বিএনপি নেতা ফিরলেন বাংলাদেশে

Aug 11, 2024 | 6:25 PM

Bangladesh: ২০১৫ সালের মার্চ মাসের ঘটনা। আচমকাই বাংলাদেশ থেকে 'উধাও' হয়ে যান সালাউদ্দিন আহমেদ। ১০ মার্চের ঘটনা। এরপর ৬২ দিন কেটে যায়। এরইমধ্যে খবর আসে তাঁকে শিলং থেকে স্থানীয় পুলিশ উদ্ধার করে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয় তাঁকে।

Bangladesh: ৯ বছর পর ভারত থেকে বিএনপি নেতা ফিরলেন বাংলাদেশে
বিএনপির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ।

Follow Us

ঢাকা: ৯ বছর ধরে ভারতে ছিলেন। অবশেষে ঢাকায় ফিরলেন বিএনপির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ। একসময় প্রতিমন্ত্রীও ছিলেন তিনি। বিএনপির মিডিয়া সেলের তরফে জানানো হয়েছে, রবিবার দুপুরেই দিল্লি থেকে ঢাকায় পৌঁছেছেন সালাউদ্দিন আহমেদ। কিন্তু কেন এতদিন দেশের বাইরে ছিলেন তিনি?

২০১৫ সালের মার্চ মাসের ঘটনা। আচমকাই বাংলাদেশ থেকে ‘উধাও’ হয়ে যান সালাউদ্দিন আহমেদ। ১০ মার্চের ঘটনা। এরপর ৬২ দিন কেটে যায়। এরইমধ্যে খবর আসে তাঁকে শিলং থেকে স্থানীয় পুলিশ উদ্ধার করে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয় তাঁকে।

সে বছর জুলাই মাসে ভারতের নিম্ন আদালতের রায়ে অনুপ্রবেশের তদন্ত শুরু হয়। ২০১৮ সালে মুক্ত হন সালাউদ্দিন আহমেদ। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে আবারও মামলা হয়। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি সেই মামলায়ও মুক্ত হন বিএনপি সদস্য। আদালত তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

৮ মে সালাউদ্দিন ভ্রমণ অনুমোদন চেয়ে অসম সরকারের কাছে আবেদন জানান। আবেদনে জানান, ২০১৫ সাল থেকে ভারতে আটকে তিনি। তাঁর পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। এদিকে পাসপোর্ট রিনিউ করতে পারেননি ভারতে থাকার জন্য। এই আবেদন অনুমোদন হলে তিনি দেশে ফিরতে চান। তিনি ভ্রমণ ভিসা পান। এরপরই পরবর্তী নিয়ম মেনে বাংলাদেশে যান তিনি।

Next Article