‘করোনা টিকা নিলে মানুষ কুমিরও হয়ে যেতে পারেন’, আজব যুক্তি ব্রাজিলের প্রেসিডেন্টের

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 19, 2020 | 1:59 PM

করোনা সংক্রমণের শুরু থেকেই বিষয়টিকে পাত্তা দিতে চাননি ব্রাজিলের রাষ্ট্রপ্রধান, 'সাধারণ ফ্লু' (Common Flu) বলেই অ্যাখ্যা দিয়েছিলেন তিনি। চলতি সপ্তাহে ব্রাজিলে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু করলেও নিজে এই ভ্যাকসিন নেবেন না বলেই জানিয়েছেন তিনি।

করোনা টিকা নিলে মানুষ কুমিরও হয়ে যেতে পারেন, আজব যুক্তি ব্রাজিলের প্রেসিডেন্টের
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। ফাইল চিত্র।

Follow Us

ব্রাসিলিয়া: সংক্রমণের নিরিখে বিশ্বের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল (Brazil), অথচ সে দেশের রাষ্ট্রপ্রধানের মতে, করোনা ভ্যাকসিন (COVID-19 vaccine) নিলে মানুষ কুমিরেও (crocodiles) পরিণত হয়ে যেতে পারেন। করোনা ভ্যাকসিনের বিরোধিতা করতে গিয়ে এমনই আজব যুক্তি খাড়া করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো (Jair Bolsonaro)।

করোনা সংক্রমণের শুরু থেকেই বিষয়টিকে পাত্তা দিতে চাননি ব্রাজিলের রাষ্ট্রপ্রধান, ‘সাধারণ ফ্লু’ (Common Flu) বলেই অ্যাখ্যা দিয়েছিলেন তিনি। চলতি সপ্তাহে ব্রাজিলে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু করলেও নিজে এই ভ্যাকসিন নেবেন না বলেই জানিয়েছেন তিনি।

কিন্তু ভ্যাকসিনের সঙ্গে জইরের বিরোধিতা কেন? এই বিষয়ে তিনি বলেন,”ফাইজ়ারের (Pfizer) চুক্তিপত্রে সাফ লেখা রয়েছে যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য তারা দায়ী থাকবে না। অর্থাৎ যদি আপনি কুমিরেও পরিণত হন, সেটা আপনারই সমস্যা। আপনি যদি সুপারহিউম্যানে পরিণত হন, যদি মহিলাদের দাঁড়ি গজায় বা পুরুষেরা অদ্ভুত কন্ঠস্বরে কথা বলতে শুরু করেন, তবে তারা দায়ী থাকবেন না।”

বুধবার ব্রাজিলে টিকাকরণ প্রক্রিয়ার সূচনা করেন বলসোনারো। তিনি জানান, ভ্যাকসিন বিনামূল্য দেওয়া হলেও তা নেওয়া বাধ্যতামূলক নয়। যদিও পরেরদিনই সে দেশের সুপ্রিম কোর্ট জানায়, ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক, তবে কাউকে ভ্যাকসিন নিতে জোর করা হবে না। অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার জন্য কাউকে জোর করা হবে না। তবে ভ্যাকসিন না নিলে কর্তৃপক্ষ জরিমানা করতে পারে কিংবা নির্দিষ্ট কোনও এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করতে পারে।

আরও পড়ুন: ফাইজ়ারের পর মডার্নাকে স্বীকৃতির পথে আমেরিকা!

ব্রাজিলের স্বাস্থ্য নিয়ামক সংস্থা অ্যানভিসা থেকে ছাড়পত্র মিললেই ভ্যাকসিন যাঁরা ইচ্ছুক,তাঁরা সকলে নিতে পারবেন বলেই জানান প্রেসিডেন্ট জইর বলসোনারো। তবে নিজের প্রশ্ন উঠলে সাফ জানিয়ে দেন,তিনি ভ্যাকসিন নেবেন না। এই বিষয়ে জইর বলেন,”কিছুজন হয়তো বলবে যে আমি ভুল উদাহরণ দিচ্ছি। যারা এইধরনের কথা বলে সেই নির্বোধদের উদ্দেশ্য বলছি, আমি ইতিমধ্যেই ভাইরাসে আক্রান্ত হয়েছি এবং দেহে অ্যান্টিবডিও তৈরি হয়ে গিয়েছে, তবে আবার কেন টিকা নেব?”

চলতি বছরের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন জইর, তিন সপ্তাহের মধ্যেই তিনি সুস্থ হয়ে ওঠেন। ভ্যাকসিন না নেওয়ার প্রসঙ্গে তিনি আরও যুক্তি খাড়া করে বলেন,”অল্প সংখ্যক কিছু মানুষই পুনরায় করোনা আক্রান্ত হয়েছেন। তবে কোনও নিশ্চয়তা নেই যে একজন মানুষ পুনরায় আক্রান্ত হতে পারে কিনা, কিংবা কতদিন ভ্যাকসিনের কার্যকারীতা থাকবে।”

ব্রাজিলে বর্তমানে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে (Second Wave of Coronavirus)। জুন থেকে অগস্ট মাসের মধ্যে সংক্রমণের মাত্রা সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল। ব্রাজিলে এখনও অবধি মোট ৭১ লাখেরও বেশী মানুষ করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৮৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে সংক্রমণের কারণে।

আরও পড়ুন: ‘গর্ভবতী মা করোনা আক্রান্ত হলেও সদ্যজাতর শরীরে থাকছে অ্যান্টিবডি’

Next Article