Brazil: নির্বাচনে বামেদের প্রার্থী হচ্ছেন গুগলে সবথেকে বেশি সার্চ হওয়া পর্নস্টার

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 29, 2022 | 11:51 PM

Brazil: বামপন্থীদের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন প্রাক্তন ব্রাজিলিয়ান পর্নস্টার 'রঞ্চি' এলিসা স্যাঞ্চেস। তাঁর দাবি, মহিলা হিসেবে ব্রাজিলে তাঁর নামই সবচেয়ে বেশি গুগল করা হয়।

Brazil: নির্বাচনে বামেদের প্রার্থী হচ্ছেন গুগলে সবথেকে বেশি সার্চ হওয়া পর্নস্টার
প্রাক্তন ব্রাজিলিয়ান পর্নস্টার 'রঞ্চি' এলিসা স্যাঞ্চেস

Follow Us

রিও ডি জেনেইরো: বামপন্থীদের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন প্রাক্তন ব্রাজিলিয়ান পর্নস্টার ‘রঞ্চি’ এলিসা স্যাঞ্চেস। তাঁর দাবি, মহিলা হিসেবে ব্রাজিলে তাঁর নামই সবচেয়ে বেশি গুগল করা হয়। এর আগে চলতি বছরের মার্চ মাসে এলিসা তাঁর প্রাক-প্রার্থিতা ঘোষণা করেছিলেন। তখন অনেকেই ভ্রু তুলেছিলেন। তবে, সম্প্রতি রিও ডি জেনিরোর চেম্বার অব ডেপুটিজ পদের নির্বাচনে তাঁকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে ব্রাজিলের বামপন্থী দল ডেমোক্রেটিক লেবার পার্টি বা পিডিটি। প্রার্থী হওয়ার পরই এলিসা স্যাঞ্চেস ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি নির্বাচনে জিতলে মহিলাদের অধিকারের উন্নতির উপর সবথেকে বেশি জোর দেবেন, লড়াই করবেন।

এলিসার বয়স এখন ৪১ বছর, কয়েক বছর আগেই তিনি পর্ন ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছেন। বর্তমানে তিনি ‘আ কাসা দাস ব্রেজ়িলেইরিনহাস’ নামে একটি যৌনতা ভরা রিয়েলিটি শো উপস্থাপন করেন। তবে বামপন্থী পিডিটি পার্টির সঙ্গে তাঁর সংযোগ দীর্ঘদিনের। ২০১৩ সালের অক্টোবরে মৃত্যু হয়েছিল গ্যাব্রিয়েলা লেইট নামে ব্রাজিলের এক বামপন্থী নেত্রীর। মৃত্যুর আগে তিনি দেশের যৌনকর্মীদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তিনিই এলিসাকে বামপন্থী আন্দোলনে অনুপ্রাণিত করেছিলেন। ২০২১ সালের অক্টোবরে তিনি আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক লেবার পার্টিতে যোগদান করেছিলেন।

দলের প্রার্থী হওয়ার পর এলিসা জানিয়েছেন, দেশের যৌনকর্মীদের অধিকারের জন্য লড়াই করার পরিকল্পনা রয়েছে তাঁর। আর তার জন্য তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রচার করা শুরু করে দিয়েছেন। তিনি বলেছেন: “আমি রিও ডি জেনিরোর ফেডারেল ডেপুটি পদের প্রার্থী। নির্বাচিত হলে, আমি স্বাস্থ্য, কর্মসংস্থান, স্বাধীনতা, উন্নয়ন এবং বিশেষ করে মহিলাদের সুরক্ষার দিকে জোর দিতে চাই। ডেপুটি হওয়ার পিছনে আমার প্রধান উদ্দেশ্য হ’ল হিংসাত্মক পরিস্থিতিতে মহিলাদের পাশে দাঁড়ানো। আমি নিজে ভুক্তভোগী, মেয়েকে একা একা বড় করে তুলেছি। আমি মহিলাদের ব্যথা বুঝি। আমি এমন আইন প্রস্তাব করতে চাই যা যৌনকর্মীদের কাজের অবস্থার উন্নতি করে।”

এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন, তবে, জয়ের বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী ‘রঞ্চি’ এলিসা স্যাঞ্চেস। এমনিতেই তাঁর দাবি অনুযায়ী তিনি ব্রাজিলের সবথেকে বেশি গুগলে সার্চ হওয়া মহিলা। তার উপর সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুসরণকারীর সংখ্যা নেহাত কম নয়। স্যাঞ্চেস নির্বাচনে তার সুবিধাও নিচ্ছেন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ৭ লক্ষ ৭৭ হাজারেও বেশি। আর টুইটারে ৪ লক্ষ ৪৩ হাজারের বেশি। ইতিমধ্যেই ব্রাজিলের সুপিরিয়র ইলেক্টোরাল কোর্টে তাঁর সম্পত্তির হিসেব দিয়েছেন এই প্রাক্তন পর্ন তারকা। তিনি জানিয়েছেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র ১০,০০০ ব্রাজিলিয় মুদ্রা, অর্থাৎ, ভারতীয় মুদ্রায় দেড় লক্ষ টাকার কিছু বেশি রয়েছে।

Next Article