Rishi Sunak: অঙ্ক বড়ই কঠিন! ১৮ বছর অবধি সমস্ত পড়ুয়াকেই শিখতে হবে অঙ্ক, নির্দেশ প্রধানমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 05, 2023 | 9:12 AM

Britain Education System: শিক্ষার মান উন্নত করতে ও শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতেই সরকারের তরফে একাধিক নিয়ম আনা হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, ইংল্যান্ডের ৮ মিলিয়ন অর্থাৎ ৮০ লক্ষ মানুষের প্রাথমিক স্কুলের পড়ুয়াদের মতো সংখ্যার জ্ঞান রয়েছে।

Rishi Sunak: অঙ্ক বড়ই কঠিন! ১৮ বছর অবধি সমস্ত পড়ুয়াকেই শিখতে হবে অঙ্ক, নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রতীকী চিত্র

Follow Us

লন্ডন: টাকা পয়সার হিসাবই হোক বা জীবনের হিসাব, অঙ্ক (Mathematics) ছাড়া গতি নেই। কারোর কাছে অঙ্ক যেমন জলভাত, তেমনই আবার কারোর কাছে অঙ্ক বড্ড কঠিন। অঙ্কের নাম শুনলেই তাঁদের গায়ে জ্বর আসে। এবার পড়ুয়াদের মধ্যে অঙ্ক নিয়ে ভীতি দূর করতেই বড় পদক্ষেপ নিলেন ব্রিটেনের (Britain) প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। বুধবার ব্রিটেনে প্রধানমন্ত্রীর দফতরের তরফে ঘোষণা করা হয়, ব্রিটেনের সমস্ত পড়ুয়াদের ১৮ বছর বয়স অবধি বাধ্যতামূলকভাবে অঙ্ক শিখতেই হবে। যেকোনও ধরনের অঙ্কই হোক না কেন, তা শিখতে হবে। প্রধানমন্ত্রী ঋষি সুনক বলেন, “আমি এখনও অবধি জীবনে যা কিছু সুযোগ পেয়েছি, তার সবকিছুরই সূচনা হয়েছে শিক্ষা থেকে। এর জন্য আমি কৃতঞ্জ।”

ব্রিটেনের প্রত্যেকটি শিশু যাতে সর্বোচ্চ শিক্ষার সুযোগ পান, তার জন্যই রাজনীতিতে পা রেখেছিলেন, এমনটাই জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। তিনি বলেন, “সঠিক পরিকল্পনার সঙ্গে এবং সঠিক অঙ্গীকার নিয়ে এগোলে বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারব আমরা, এই নিয়ে কোনও সন্দেহই নেই।”

শিক্ষার মান উন্নত করতে ও শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতেই সরকারের তরফে একাধিক নিয়ম আনা হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, ইংল্যান্ডের ৮ মিলিয়ন অর্থাৎ ৮০ লক্ষ মানুষের প্রাথমিক স্কুলের পড়ুয়াদের মতো সংখ্যার জ্ঞান রয়েছে। বর্তমানে ১৬ থেকে ১৯ বছর বয়সী পড়ুয়াদের মধ্যে কেবল অর্ধেক সংখ্যক পড়ুয়া কোনও ধরনের অঙ্কের বিষয় নিয়ে পড়াশোনা করেন। ৬০ শতাংশ পড়ুয়ার ১৬ বছর বয়স অবধি সাধারণ অঙ্কের জ্ঞানটুকুও তৈরি হয় না।

তিনি আরও জানান, পরীক্ষাতেই হোক বা কর্মক্ষেত্রে, অঙ্কের জ্ঞান সর্বত্র প্রয়োজন। সকল শিশুই যাতে কর্মক্ষেত্রে সুযোগ পান, তার জন্য ১৮ বছর বয়স অবধি সমস্ত পড়ুয়ার অঙ্ক অনুশীলন বাধ্যতামূলক করা হয়েছে। আমরা এইসব দক্ষতা ছাড়া নিজেদের সন্তানদের এই জগতে পাঠাতে পারি না।

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়, ১৬ বছর বয়স অবধি সমস্ত পড়ুয়াকেই এ- স্তরের অঙ্ক শিখতে হবে। আগামী কয়েকদিনের মধ্যেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
Next Article