Tokyo: জাপানে শহর ছাড়লেই মিলবে লক্ষ লক্ষ টাকা, কেন জানেন?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jan 05, 2023 | 8:46 AM

Japan is offering families millions of yen: রাজধানী টোকিয়ো থেকে দূরে কোথাও সরে গেলেই জাপানি পরিবারগুলিকে লক্ষ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিচ্ছে সেই দেশের সরকার।

Tokyo: জাপানে শহর ছাড়লেই মিলবে লক্ষ লক্ষ টাকা, কেন জানেন?
টোকিয়ো (ফাইল ছবি)

Follow Us

টোকিয়ো: রাজধানী টোকিয়ো থেকে দূরে কোথাও সরে গেলেই জাপানি পরিবারগুলিকে লক্ষ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিচ্ছে সেই দেশের সরকার। একাধিক স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, টোকিয়ো মেট্রোপলিটন এলাকার যোগ্য পরিবারগুলি যদি শহর ছেড়ে দূরে কোথাও গ্রামের দিকে চলে যায়, তাহলে প্রতি শিশু পিছু ১০ লক্ষ ইয়েন অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬ লক্ষ ২৪ হাজার টাকা করে দেওয়া হবে। ২০২৩ আর্থিক বছরের শুরু থেকেই এই ব্যবস্থা চালু হবে। এর আগেও অবশ্য শহর ছেড়ে গেলে আর্থিক সহায়তা দেওয়া হত। ৩ লক্ষ ইয়েন (১ লক্ষ ৮৭ হাজার টাকা) করে দেওয়া হত।

কেন এমন প্রস্তাব দেওয়া হচ্ছে নাগরিকদের? জানা গিয়েছে, টোকিয়োতে ক্রমেই জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে দেশের অন্যান্য এলাকায় জনসংখ্যা কমছে। বিশেষ করে জাপানের গ্রামীণ এলাকাগুলিতে দ্রুত হারে জনসংখ্যা কমছে। শহরে সুযোগ-সুবিধা অনেক বেশি। তাই তরুণ প্রজন্ম গ্রামীন এলাকাগুলি থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে। এই প্রবণতার মোকাবিলা করতেই এই ধরণের আর্থিক উৎসাহ দেওয়ার পরিকল্পনা করেছে জাপান সরকার।

বস্তুত, ২০১৯ সাল থেকেই নাগরিকদের শহর ছেড়ে গ্রামাঞ্চলে বাস করার বিষয়ে আকৃষ্ট করার উদ্যোগ গ্রহণ করা শুরু করেছিল জাপান সরকার। যে পরিবারগুলি পাঁচ বছরের বেশি সময় ধরে টোকিও শহরে বসবাস করে, তারা শহর ছেড়ে গেলে আর্থিক সহায়তা তহবিলের জন্য আবেদন করতে পারত। প্রথম বছরে মাত্র ৭১ টি পরিবার সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন। ২০২১ সালে ১,১৮৪ টি পরিবার এই প্রকল্পে অংশ নিয়েছিল। নয়া আর্থিক সহায়তা প্রস্তাবে এই অর্থের উপরি হিসেবে শিশু প্রতি ১০ লক্ষ ইয়েন সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।

অর্থাৎ নয়া প্রস্তাব অনুযায়ী, দুই সন্তান-সহ কোনও পরিবার টোকিয়ো ছেড়ে গেলে আর্থিক সহায়তা হিসেবে সরকারের কাছ থেকে ৩০ লক্ষ ইয়েন বা ১৮ লক্ষ ৭৩ লক্ষ টাকার বেশি পাবে। সেই সঙ্গে দূরবর্তী স্থান থেকেই সম্ভব হলে তারা তাদের বর্তমান চাকরিতে বহাল থাকতে পারবে। নাহলে কোনও স্থানীয় ছোট বা মাঝারি আকারের ব্যবসায় কাজ করতে পারে, বা স্থানীয় এলাকায় একটি ব্যবসা শুরু করতে পারে। ব্যবসা করার জন্য আরও সরকারি আর্থিক সহায়তা পাওয়া যাবে।

Next Article