Identical triplets: হুবহু একরকম দেখতে তিন সন্তানের জন্ম দিলেন ব্রিটিশ মহিলা, চিনতে হিমশিম বাবা-মা

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 15, 2023 | 9:41 PM

British Identical triplets: 'ট্রিপলেট' অর্থাৎ, একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়া অবশ্য বেশ বিরল ঘটনা। আর, যদি এই তিন সন্তান একেবারে হুবহু একরকম দেখতে হয়? এই ঘটনাকে বলা হয় বিরলের মধ্যে বিরল ঘটনা।

Identical triplets: হুবহু একরকম দেখতে তিন সন্তানের জন্ম দিলেন ব্রিটিশ মহিলা, চিনতে হিমশিম বাবা-মা
৩১ মার্চ একইসঙ্গে জন্ম হয় হার্পার-গুয়েন, মার্ভেলা এবং ইভালিনের

Follow Us

লন্ডন: যমজ সন্তান, অর্থাৎ, একই সঙ্গে দুই সন্তানের জন্ম হওয়া কোনও বিরল ঘটনা নয়। ‘ট্রিপলেট’ অর্থাৎ, একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়া অবশ্য বেশ বিরল ঘটনা। বিজ্ঞানীরা বলেন, প্রতি ১০ লক্ষ প্রসূতির মধ্যে একজনের ক্ষেত্রে একসঙ্গে তিন সন্তানের জন্ম হতে পারে। কিন্তু, যদি এই তিন সন্তান একেবারে হুবহু একরকম দেখতে হয়? এই ঘটনাকে বলা হয় বিরলের মধ্যে বিরল ঘটনা। বিজ্ঞানীদের মতে, ২০ কোটি প্রসূতির মধ্যে একজনের ক্ষেত্রে এমনটা ঘটতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, একটিমাত্র নিষিক্ত ডিম তিনটিতে বিভক্ত হলে তবেই এই বিরলতম অবস্থা তৈরি হয়। এই বিরলতম ঘটনাই ঘটেছে এক ব্রিটিশ দম্পতির ক্ষেত্রে। সম্প্রতি, এই দম্পতির ঘরে এসেছে একসঙ্গে তিন শিশু কন্যা, যাদের তিনজনকেই হুবহু একরকম দেখতে।

অধীর আগ্রহে সন্তানের জন্মের অপেক্ষা করছিলেন জেনি এবং জেমস ক্যাসপার। প্রাথমিকভাবে ডাক্তাররা তাঁদের জানিয়েছিলেন যে, তাঁরা যমজ সন্তানের বাবা-মা হতে চলেছেন। কিন্তু, দ্বাদশ সপ্তাহে স্ক্যান করে দেখা যায়, তাঁদের একসঙ্গে তিন সন্তান হতে চলেছে। জেমস বলেছেন, “জেনি এই কথা জানতে পারার সঙ্গে সঙ্গে আমায় ফোন করে এই খবর জানিয়েছিল। প্রথমে আমি ওর কথা বিশ্বাস করিনি, ভেবেছিলাম ও মজা করছে। কিন্তু, তারপর ও আমায় গর্ভস্থ তিন সন্তানের মাথার স্ক্যান ফটো পাঠিয়েছিল। সেই ছবি দেখে আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম।”

তিন সন্তানের সঙ্গে জেমস ও জেনি

চিকিৎসকরা জানিয়েছেন, প্রত্যাশিত সময়ের নয় সপ্তাহের আগেই তিন সন্তান প্রসব করেছিলেন জেনি। ৩১ মার্চ একইসঙ্গে জন্ম হয় হার্পার-গুয়েন, মার্ভেলা এবং ইভালিনের। তিনজনের মধ্যে দুই জনের ওজন ঠিকঠাক থাকলেও, তৃতীয় শিশুটির ওজন কিছুটা কম ছিল। তবে, জন্মের পর তিনজনই একেবারে সুস্থ রয়েছে। ইয়র্ক হাসপাতালের স্পেশাল কেয়ার বেবি ইউনিটে এক মাসেরও বেশি থাকার পর, সম্প্রতি তাদের বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা। জেমস বলেছেন, “এখন আমরা তিন সন্তানকে নিয়ে বাড়িতেই আছি। পুরো ঘটনাটা আমার এখনও পরাবাস্তব বলে মনে হয়।”

জেমস আরও জানিয়েছেন, তিন সন্তানই যেহেতু হুবহু একরকম দেখতে, তাই আলাদা করে চেনার জন্য তাদের আলাদা আলাদা রঙের খাটে শোয়ানো হয়। জেমস বলেছেন, প্রথমদিকে তিনজনকে আলাদা করে চেনাটা এতটাই বিভ্রান্তিকর ছিল যে, তাঁরা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার বেশ কয়েকদিন পর পর্যন্ত শিশুদের হাতে হাসপাতালের রিস্টব্যান্ডগুলি রেখে দিয়েছিলেন। জেমস বলেছেন, “যদি আমাকে এবং জেনিকে চোখ বন্ধ করিয়ে রাখা হয় এবং তাদের মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়, তাহলে এখনও পর্যন্ত কে কোনজন তা খুঁজে বের করা আমাদের পক্ষে বেশ কঠিন হবে।”

Next Article