সিওল: তাঁরাও আর্মি (ARMY)। তবে কোনও দেশের হয়ে লড়েন না। সেনাবাহিনীর সদস্য নয়, তাঁরা ভালবাসেন ব্যাঙ্গটান বয়েজকে (Bangtan Boys)। এই আর্মির সংখ্যাটা নেহাত কম নয়। বিশ্বের নানা দেশ মিলিয়ে প্রায় কয়েক কোটি, যা অনেক দেশেরই আসল আর্মি বা সেনাবাহিনীর থেকে বেশি। এই ‘আর্মি’রই মন খারাপ। কেঁদে ভাসাচ্ছেন বিটিএস ফ্যানেরা। হঠাৎ কী হল এমন? কারণ আপাতত আর দেখা মিলবে না ব্যাঙ্গটান বয়েজের। ২০২৫ সালের জুন মাসের আগে নতুন কোনও গান শুনতে পাবে না বিটিএস আর্মিরা (BTS ARMY)। কারণ বিটিএসের সাত সদস্যই যোগ দিয়েছেন সেনাবাহিনীতে।
দক্ষিণ কোরিয়ায় বাধ্যতামূলক সেনায় পরিষেবা দেওয়া। সকল সুস্থ-সবল যুবককেই ১৮ মাস মিলিটারিতে পরিষেবা দিতে হয়। বিটিএস-ও সেই নিয়মের ব্যতিক্রম নয়। তাঁরা সকলেই এবার সেনায় যোগ দিয়েছেন। গত বছরই সেনায় যোগ দিয়েছিলেন বিটিএসের দুই সদস্য জিন ও জে-হোপ। চলতি বছরেই বাধ্যতামূলক পরিষেবায় নাম লেখান বিটিএসের সুগা-ও। তবে তাঁর কাঁধে চোট থাকায় তিনি সেনায় নয়, কমিউনিটি সার্ভিস করছেন। বিটিএসের সাত সদস্যের মধ্যে সেনায় যোগ দেওয়ায় বাকি ছিলেন শুধু গ্রুপের লিডার কিম নামজুন ওরফে আরএম, জিমিন, ভি ও জাঙ্কু্ক।
সোমবার সেনায় যোগ দেন আরএম ও ভি। মঙ্গলবার জাঙ্কুক ও জিমিনও সেনায় যোগ দেন। আগামী ১৮ মাস তাঁরা সেনাবাহিনীতে কাজ করবেন। আগামী পাঁচ সপ্তাহ তাদের বেসিক ট্রেনিং হবে সেনা ক্যাম্পে। এরপর তারা সেনাবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে কাজ করবেন। স্পেশাল সার্ভিসে যোগ দেবেন ভি। ২০২৫ সালের জুন মাসের মধ্যে আবার বিটিএসের ৭ সদস্যই সেনা পরিষেবা শেষ করে তাঁদের পেশাগত জগতে ফিরে আসবেন।
প্রসঙ্গত, কে-পপ দুনিয়ার অন্যতম নামকরা বয় ব্যান্ড ব্যাঙ্গটান বয়েজ বা বিটিএস। বিগত ১০ বছরে তাঁরা গ্লোবাল তারকা হয়ে উঠেছেন। বিটিএসের যে বিশাল সংখ্যক ফ্যান রয়েছে, তারা পরিচিত আর্মি হিসাবে।