AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে সেজে উঠল বুর্জ খালিফা, কী লেখা তাতে?

Burj Khalifa: সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন রশিদের আমন্ত্রণেই আজ ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিট ২০২৪-এ অংশ নেবেন। দুবাইয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং সামিটে বক্তব্যও রাখবেন।

PM Narendra Modi: প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে সেজে উঠল বুর্জ খালিফা, কী লেখা তাতে?
সেজে উঠেছে বুর্জ খালিফা।Image Credit: Twitter
| Updated on: Feb 14, 2024 | 9:26 AM
Share

দুবাই: সংযুক্ত আরব আমিরশাহি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বুধবার তিনি ‘ওয়ার্ল্ড গর্ভমেন্ট সামিটে’ (World Government Summit) বক্তব্য রাখবেন।  তার আগেই প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে আলোয় সেজে উঠল দুবাইয়ের বিখ্যাত বিল্ডিং বুর্জ খালিফা (Burj Khalifa)। বিশ্বের উচ্চতম বিল্ডিংয়ে লেখা, “গেস্ট অব অনর-রিপাবলিক অব ইন্ডিয়া”।

মঙ্গলবারই সংযুক্ত আরব আমিরশাহি সফরে যান প্রধানমন্ত্রী মোদী। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাক্তোউম। দুই রাষ্ট্রনেতাই আন্তর্জাতিক সহযোগিতার লক্ষ্যে মজবুত সম্পর্ক গড়ার ডাক দেন।

সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন রশিদের আমন্ত্রণেই আজ ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিট ২০২৪-এ অংশ নেবেন। দুবাইয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং সামিটে বক্তব্যও রাখবেন।

এক্স হ্য়ান্ডেলে আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট পোস্ট করে লেখেন, “সুশাসনের অভ্যাস, সাফল্যের কাহিনি ও উদ্যোগগুলি নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার অন্যতম সেরা মঞ্চ হয়ে উঠেছে ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিট। আমরা প্রধান অতিথি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সামিটে স্বাগত জানাই।”