Fast Track Visa: ফাস্ট ট্রাক ভিসা বন্ধ করে দিল কানাডা, মাথায় হাত ভারতীয় পডুয়াদের! কী হবে এবার?
Canada Visa: সাধারণ পদ্ধতিতে ভিসার জন্য আবেদন করলে যেখানে অ্যাপ্রুভাল পেতে কয়েক মাস সময় লেগে যায়, সেখানেই এসডিএসের মাধ্যমে কয়েক সপ্তাহেই ভিসায় অ্যাপ্রুভাল পাওয়া যেত। এসডিএসে ভারতীয় পড়ুয়াদের ভিসা মাত্র ২০ দিনের মধ্যেই পাওয়া যেত।
ওটায়া: ফাস্ট ট্রাক ভিসা বন্ধ করে দিল কানাডা। ফাঁপরে ভারতীয় পড়ুয়ারা। মূলত এই জনপ্রিয় ভিসার দৌলতেই কানাডায় পড়তে যেত বিদেশি পড়ুয়ারা। কানাডার এই সিদ্ধান্তে ভারতীয় পড়ুয়াদের কানাডায় যাওয়ার ক্ষেত্রে সমস্যা আরও বাড়বে। ভিসার অ্যাপ্রুভাল পেতে আরও সময় লাগবে।
স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিমের মাধ্যমে ভিসায় আবেদন করার ক্ষেত্রে সময় কম লাগত এবং অ্যাপ্রুভাল রেটও বেশি থাকত। তবে এই ফাস্ট ট্রাক ভিসার প্রোগ্রামই এবার বন্ধ করে দিল ট্রুডো সরকার। গত সেপ্টেম্বর মাসেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন যে এই বছর থেকে স্টুডেন্ট পারমিট ৩৫ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে আরও ১০ শতাংশ ভিসার হার কমবে।
জানা গিয়েছে, কানাডায় টেম্পোরারি রেসিডেন্ট বা অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমাতেই এই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ট্রুডো সরকার। তবে সরকার যুক্তি দিচ্ছে, আন্তর্জাতিক পড়ুয়াদের সমান সুযোগ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় পড়ুয়াদের কী সমস্যা হবে?
কানাডায় যে সংখ্যক বিদেশি পড়ুয়া উচ্চশিক্ষার জন্য যায়, তাদের একটা বড় অংশই ভারতীয়। ভারতীয় হাই কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৪ লক্ষ ২৭ হাজার ভারতীয় পড়ুয়া রয়েছে কানাডায়।
২০১৮ সালে স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম বা এসডিএস নিয়ে আসে কানাডা সরকার। স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য দ্রুত ভিসার পদ্ধতি ছিল এটি। এই প্রোগ্রামের অধীনে ভারত, পাকিস্তান, ব্রাজিল, চিন, কলোম্বিয়া, ভিয়েতনাম, পেরু, ফিলিপিন্স, কোস্টা রিকা, অ্যান্টিগুয়া-বার্বুডা, সেনেগালের মতো দেশের বাসিন্দারা এই ভিসায় আবেদন করতে পারতেন।
জটিল হল ভিসা-
সাধারণ পদ্ধতিতে ভিসার জন্য আবেদন করলে যেখানে অ্যাপ্রুভাল পেতে কয়েক মাস সময় লেগে যায়, সেখানেই এসডিএসের মাধ্যমে কয়েক সপ্তাহেই ভিসায় অ্যাপ্রুভাল পাওয়া যেত। এসডিএসে ভারতীয় পড়ুয়াদের ভিসা মাত্র ২০ দিনের মধ্যেই পাওয়া যেত। কিন্তু বর্তমানে সেই ভিসা পেতেই ২ মাস পর্যন্ত সময় লাগতে পারে।
প্রসঙ্গত, শুধু পড়ুয়াদের প্রবেশেই কাটছাঁট নয়, ইমিগ্রেশন বা অভিবাসী নীতি নিয়েও কড়াকড়ি করেছে ট্রুডো সরকার। বিশেষ করে কম দক্ষ শ্রমিকদের পারমিট দেওয়ার হার অনেকটাই কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গত অক্টোবর মাসেই কানাডার অভিবাসী মন্ত্রী মার্ক মিলার জানিয়েছিলেন, ২০২৫ সালে কানাডায় ৩ লক্ষ ৯৫ হাজার অভিবাসীদের স্থায়ী পারমিট বা পার্মানেন্ট রেসিডেন্ট দেওয়া হবে। আগে এই সংখ্যাটাই ২০ শতাংশ বেশি ছিল, প্রতি বছর প্রায় ৪ লক্ষ ৮৫ হাজার মানুষ পারমিট পেতেন।
অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমানোরও পরিকল্পনা রয়েছে কানাডা সরকারের। ২০২৫-২৬ সালের মধ্যে অস্থায়ী বাসিন্দাদের সংখ্য়া ৪ লক্ষ ৪৬ হাজারে বেঁধে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে এই সংখ্যা প্রায় ৮ লাখের বেশি। এর মধ্যে বিদেশি পড়ুয়া ও কর্মীরাও রয়েছে। ২০২৭ সালে কানাডা মাত্র ১৭ হাজার মানুষকে নন-পার্মানেন্ট রেসিডেন্ট বা অস্থায়ী বাসিন্দার পারমিট দেবে।