গ্র্যামি-র রেড কার্পেটে মাস্ক পরে কৃষক আন্দোলনে সমর্থনের বার্তা দিলেন ‘সুপারওম্যান’

Mar 15, 2021 | 1:12 PM

আন্তর্জাতিক মঞ্চে আগেও আলোচিত হয়েছে এই ইস্যু। রেড কার্পেট (Red Carpet) থেকে সবথেকে বেশি প্রচার পাওয়া সম্ভব বলেই এমন সিদ্ধান্ত ইউটিউবার লিলি সিং-এর (Youtuber Lilly Singh)।

গ্র্যামি-র রেড কার্পেটে মাস্ক পরে কৃষক আন্দোলনে সমর্থনের বার্তা দিলেন সুপারওম্যান
মুখে মাস্ক পরে বার্তা গিলেন লিলি সিং (ছবি- টুইটার)

Follow Us

ক্যালিফোর্নিয়া: দিল্লির সীমান্তে যে কৃষক বিক্ষোভের সূচনা হয়, রিহানার (Rihanna) টুইটে সেই ইস্য়ু আন্তর্জাতিক মহলে পৌঁছে যায়। গ্রেটা থুনবার্গ (Greta Thunberg) সহ অনেকেই সেই সময় রিহানাকে সমর্থন করেন। ভারতে তিন নয়া কৃষি আইনের (Farm Law) বিরুদ্ধে যে বিক্ষোভ চলছে, সেই ইস্যু এবার উঠে এল আন্তর্জাতিক অ্যাওয়ার্ড শো-তে। গানের জগতের সব থেকে জনপ্রিয় শো গ্র্যামি-র রেড কার্পেটে (Grammys Red Carpet) ইউটিউবার লিলি সিং কৃষক বিক্ষোভের (Farmer Protest) পাশে থাকার বার্তা দিলেন।

কানাডার নাগরিক ইউটিউবার লিলি সিং এর আগে এই ইস্যুতে রিহানাকে সমর্থন করেছিলেন। এবার রেড কার্পেটে কৃষক বিক্ষোভের পাশে থাকার বার্তা দিয়ে পরলেন স্টেটমেন্ট মাস্ক। এ দিন কালো স্যুট পরে চিত্রগ্রাহকদের দিকে তাকিয়ে পোজ দেন তিনি। তাঁর মুখে থিল একটি কালো মাস্ক, তাতে লেখা, আমি কৃষকদের পাশে আছি (I Stand With Farmers)। সেই ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোসেট করে তিনি লিখেছেন, আমি জানি রেড কার্পেটে বা অ্যাওয়ার্ড শো-তে তোলা ছবি সংবাদমাধ্যমে অনেক বেশি প্রচার পায়। সেই জন্যই এরকম একটি অনুষ্ঠানে এই বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সুপারম্যান নামে পরিচিত এই ইউটিউবার আগেও এই বিক্ষোভের সমর্থনে মুখ খুলেছেন। গত ডিসেম্বরেই ইউটিউবারে তাঁর কয়েক মিলিয়ন ফলোয়ারকে এই বিষয়টা জানাতে এক বিশেষ ভিডিয়ো তৈরি করেন তিনি। জন্মগতভাবে পাঞ্জাবি বাবা-মায়ের সন্তান লিলি সেই ভিডিয়োতে বলেছিলেন, এই বিক্ষোভ নাকি বিশ্বের ইতিহাসে সবথেকে বড় আকারের আন্দোলন। তিনি বলেছিলেন, ভারতে কৃষকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, অথচ তাঁদের সমস্যে ততটা শান্তিপূর্ণভাবে মিটছে না। শান্তিপূর্ণভাবে আন্দোলনের অধিকার নিয়ে সরব হয়েছিলেন তিনি। উল্লেখ্য, ইউটিউবে তাঁর ফলোয়ারের সংখ্যা ১ কোটি ৪০ লক্ষ।

এর আগে এই বিক্ষোভের সমর্থনে টুইট করে শিরোনামে আসেন পপ তারকে রিহানা। তাঁকে সমর্থন করেন গ্রেটা থুনবার্গ, লিলি সিং সহ অনেকে। এরপর ওই সব আন্তর্জাতিক সমর্থনের প্রতিক্রিয়া দেয় কেন্দ্র। পুরোটা না জেনে মন্তব্য না করার বার্তা দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বার্তা দেওয়ার অভিযোগও তোলো কেন্দ্র।

Next Article