Endangered Monkey: শ্রীলঙ্কা থেকে এক লক্ষ বিপন্ন প্রজাতির বানর চাইছে চিন! কী উদ্দেশ্য বেজিংয়ের?

শ্রীলঙ্কা সমস্ত ধরনের জীবন্ত প্রাণীর রফতানি নিষিদ্ধ করেছে। কিন্তু আর্থিক সঙ্কটে দীর্ণ এই দ্বীপরাষ্ট্র চিনে টর্ক ম্যাকাও প্রজাতির বানর বিক্রি করতে চাইছে।

Endangered Monkey: শ্রীলঙ্কা থেকে এক লক্ষ বিপন্ন প্রজাতির বানর চাইছে চিন! কী উদ্দেশ্য বেজিংয়ের?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 6:41 PM

কলম্বো: বিপন্ন প্রজাতির এক লক্ষ বানর শ্রীলঙ্কা থেকে নিজেদের দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে চিন। বিপন্ন প্রজাতির ওই বানক পাঠানোর জন্য ইতিমধ্যেই শ্রীলঙ্কার কাছে আবেদন করেছে চিনের এক বেসরকারি সংস্থা। ওই চিনা সংস্থা চিড়িয়াখানা রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত। প্রাণীদের প্রজননের কাজও করে ওই চিনা সংস্থা। আর্থিক সঙ্কটে জর্জরিত এই দ্বীপরাষ্ট্র চিনের অনুরোধের কথা স্বীকার করেছে। শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী গুণদাস সংরসিঙ্ঘে জানিয়েছেন, ওই চিনা সংস্থা তাঁর মন্ত্রকে বিপন্ন প্রজাতির বানর পাঠানোর আবেদন করেছে। যদিও এই চুক্তি নিয়ে আপত্তি জানিয়েছেন পরিবেশবিদদের একাংশ। শ্রীলঙ্কা থেকে বিপন্ন প্রজাতির টর্ক ম্যাকাউ বানর নিয়ে যেতে চায় চিন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কমজারভেশন অব নেচার (আইইউসিএন) এই প্রজাতির বানরকে বিপন্ন ঘোষণা করেছে।

চিনের এক লক্ষ বানর চাওয়ার প্রসঙ্গে শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী গুণদাস সমরসিঙ্ঘে বলেছেন, “আমরা একে বারে ১ লক্ষ বানর পাঠাবো না। কিন্তু আমরা চিনের অনুরোধ খতিয়ে দেখছি। কারণ বানররা দেশের বিভিন্ন প্রান্তে ফসলের ক্ষতি করছে। তবে সংরক্ষিত এলাকা থেকে বানর নিয়ে যাওয়া হবে না। কেবলমাত্র চাষের এলাকায় থাকা বানরই চিনকে দেওয়ার কথা ভাবা হচ্ছে।” চিনের প্রায় এক হাজার চিড়িয়াখানায় ওই প্রজাতির এক লক্ষ বানর চিন চেয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার মন্ত্রী। যদিও শ্রীলঙ্কা সমস্ত ধরনের জীবন্ত প্রাণীর রফতানি নিষিদ্ধ করেছে। কিন্তু আর্থিক সঙ্কটে দীর্ণ এই দ্বীপরাষ্ট্র চিনে টর্ক ম্যাকাও প্রজাতির বানর বিক্রি করতে চাইছে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় বানর ফসলের ক্ষতি করছে বলে অভিযোগ উঠেছে। এমনকি মানুষের উপরও মাঝেমধ্যেই বানররা আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ। সে জন্য সম্প্রতি বানর, কিছু প্রজাতির ময়ূর ও বন্য শূকরকে সুরক্ষিত তালিকা থেকে সরিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। এর জেরে ফসলের ক্ষতি করতে এলে কৃষকরা মারতে পারবেন এগুলিকে। তবে চিড়িয়াখানার কথা বললেও চিন কেন এ ধরনের বানর আমদানি করতে চাইছে তা এখনও স্পষ্ট নয়। একটি সূত্র বলছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য এগুলিকে নিয়ে যাবে।