জেনেভা: প্রতিষেধক আবিষ্কার হলেও আজও অজানা করোনার (COVID) উৎস। কয়েক দিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছিল, যেন উপযুক্ত প্রমাণ ছাড়াই অযথা করোনা ছড়ানোর দায় চিনের (China) উপর না চাপানো হয়। হু প্রধান এ-ও জানিয়েছিলেন, খুব শীঘ্রই চিনে করোনার উৎস খুঁজতে যাবে বিশেষজ্ঞ দল। কিন্তু সেই বিশেষজ্ঞ দলকে চিনে ঢুকতেই দিল না জিনপিং প্রশাসন।
আমেরিকা (USA) বারবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর চিনের হয়ে কাজ করার অভিযেগ চাপিয়েছে। পক্ষপাতিত্বের কথা বলে করোনা আবহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদান বন্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বারবার করোনাভাইরাসকে ‘উহান ভাইরাস’ কিংবা ‘চিনা ভাইরাস’ বলে কটাক্ষ করেছেন হোয়াইট হাউসের আধিকারিকরা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার জানিয়েছিল, নিরপেক্ষ তদন্ত করে তবেই চিনকে দোষারোপ করা উচিত। তার আগে নয়। কিন্তু সেই তদন্তের জন্য ১০ সদস্যের বিশেষজ্ঞ দলকে দেশে ঢুকতেই দিল না বেজিং (Beijing)।
এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেডরস আধানম মঙ্গলবার জানান, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্রবেশের অনুমতি দেয়নি চিন। এর জন্য তিনি হতাশ। আধানম বলেন, “আমি উচ্চতর আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। আমি আরও একবার জানিয়েছি এই তদন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন: ট্রাম্পকে গ্রেফতার করতে ফের ইন্টারপোলের দ্বারস্থ ইরান
এই বিশেষজ্ঞ দলের নেতৃত্বে রয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাণী রোগ বিশেষজ্ঞ পিটার বেন এম্বারেক। এখনও চিনে প্রবেশের অনুমতি না পেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্বাস, খুব তাড়াতাড়ি পরিবহণ ও কূটনৈতিক সমস্যার সমাধান হবে।