ট্রাম্পকে গ্রেফতার করতে ফের ইন্টারপোলের দ্বারস্থ ইরান
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে গ্রেফতার করার জন্য ইন্টারপোলকে লাল নোটিস জারি করার আর্জি জানাল তেহরান।
তেহরান: বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) গ্রেফতার করতে ফের ইন্টারপোলের দ্বারস্থ ইরান। ইরানের সামরিক বাহিনীর অন্যতম প্রধান কাশেম সোলেমানি হত্যার অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্প ছাড়ও আরও ৪৭ জন মার্কিন আধিকারিকদের বিরুদ্ধে। সেই অভিযোগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে গ্রেফতার করার জন্য ইন্টারপোলকে লাল নোটিস জারি করার আর্জি জানাল তেহরান।
এর আগেও জুন মাসে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে লাল নোটিস জারির আর্জি নিয়ে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছিল ইরান। কিন্তু আন্তর্জাতিক পুলিস সংস্থা জানিয়েছিল, রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় কোনও ইস্যুতে হস্তক্ষেপ তাদের নীতির বাইরে। তবে এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসাবে আসবেন জো বাইডেন। তখন ট্রাম্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আরও সহজ হবে বলে মনে করেন বিচার ব্যবস্থার বিশেষজ্ঞরা।
গত বছর ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিলেন জেনারেল কাশেম সোলেমানি। আমেরিকা জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই ড্রোন হামলা হয়েছিল। তারপর থেকেই সোলেমানিকে খুন ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগে অভিযুক্ত ট্রাম্প।
আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে থাকছেন না বরিস, ভারত সফর বাতিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর!
সোলেমানি মৃত্যুর পর বিবৃতি দিয়ে পেন্টাগন জানিয়েছিল, বিদেশে মার্কিন নাগরিকদের রক্ষা করার জন্যই ট্রাম্পের নির্দেশে সোলেমানিকে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী। ভবিষ্যতে ইরানের হামলার পরিকল্পনা নস্যাৎ করতেই আমেরিকার এই ড্রোন হামলা। তারপর থেকেই ট্রাম্পকে গ্রেফতার করতে উঠে পড়ে লেগেছে ইরান। তবে ১ বছর হয়ে গেলেও এখনও ইন্টারপোলের কোনও সহায়তা পায়নি তেহরান।