Video: মানুষ নয়, চিনের হয়ে যুদ্ধ করবে বিশেষ গুলি ছোড়া কুকুর বাহিনী!

Mar 04, 2024 | 9:43 AM

China robotic dogs: সমালোচকরা অবশ্য ভিডিয়োটিকে প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, এই যান্ত্রিক কুকুরগুলি কোনও মানসম্মত আগ্নেয়াস্ত্রের মোকাবেলা করার জন্য উপযুক্ত নয়। তবে, বাকিরা এই নতুন প্রযুক্তির মধ্যে বিপদের সম্ভাবনা দেখছেন। তাঁদের মতে, ভবিষ্যতের যুদ্ধে বিপ্লব ঘটাতে পারে চিনের এই যান্ত্রিক কুকুরগুলি।

Video: মানুষ নয়, চিনের হয়ে যুদ্ধ করবে বিশেষ গুলি ছোড়া কুকুর বাহিনী!
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

বেজিং: ফের চিনকে নিয়ে উদ্বেগে বাকি বিশ্ব। মাইক্রোওয়েভ অস্ত্র তৈরির দাবি করার পর, এবার বেজিংয়ের নয়া অস্ত্র রোবোটিক কুকুরের বাহিনী। এই রোবোটিক কুকুরগুলি গুলি চালাতে পারে। কুকুর বলা হলেও, এগুলি হল আদতে একেকটি চার পায়ের যন্ত্র। এমনিতে এই যন্ত্রগুলি ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলিটের জন্য একটি ডিস্কাস বহন করার মতো সাধারণ কাজকর্ম করে থাকে। তবে, চিনের সরকারি সংবাদমাধ্যমে চিনা সামরিক বাহিনী এমন এক ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছে, যেখানে এই রোবোটিক কুকুরগুলিকে সশস্ত্র অবস্থায় দেখা যাচ্ছে। সামরিক মহড়ায় গুলি ছুড়তে দেখা যাচ্ছে।

সমালোচকরা অবশ্য ভিডিয়োটিকে প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, এই যান্ত্রিক কুকুরগুলি কোনও মানসম্মত আগ্নেয়াস্ত্রের মোকাবেলা করার জন্য উপযুক্ত নয়। একজন প্রশিক্ষিত সৈনিক যে গতি এবং নির্ভুলতার সঙ্গে গুলি চালাতে পারে, যান্ত্রিক কুকুরগুলির পক্ষে তা করা অসম্ভব। তবে, বাকিরা এই নতুন প্রযুক্তির মধ্যে বিপদের সম্ভাবনা দেখছেন। তাঁদের মতে, ভবিষ্যতের যুদ্ধে বিপ্লব ঘটাতে পারে চিনের এই যান্ত্রিক কুকুরগুলি।


চিনের তৈরি করা এই রোবোটিক কুকুরগুলি কতটা লড়াইয়ে পারদর্শী, তার মূল্যায়নের জন্য ইউএস মেরিন কর্পস গত বছর এই ধরনের বেশ কয়েকটি দ্বারা রোবোটিক কুকুর কিনেছিল। এর ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। তবে, চিনা বিজ্ঞানীদের এক গবেষণায় বলা হয়েছে, এই রোবোটিক কুকুরগুলি আগ্নেয়াস্ত্র চালনার ক্ষেত্রে, পাকা সৈন্যদেরও ছাড়িয়ে যেতে পারে।

গবেষণা দলের প্রধান বিজ্ঞানী তথা নানজিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক, জু চেং জানিয়েছেন, তাঁরা একটি রোবোটিক কুকুরের উপর একটি ৭.৬২ মিমির মেশিনগান স্থাপন করেছিলেন। যে বন্দুক থেকে প্রতি মিনিটে ৭৫০ রাউন্ড গুলি ছোড়া যায়। রোবোটিক কুকুরটি ১০০ মিটার দূরত্বে দাঁড়িয়ে থাকা মানুষের আকারের একটি লক্ষ্যে ১০-রাউন্ড গুলি ছুড়েছিল। ওই লক্ষ্যবস্তুর জায়গায় কোনও মানুষ থাকলে, বেশিরভাগ বুলেট তাঁর হৃদপিণ্ড এবং তার আশপাশে আঘাত করত।

Next Article