বালি: বুধবারই শেষ হয়েছে দুইদিনের জি-২০ সম্মেলন (G-20 Summit)। জি-২০ অন্তর্ভুক্ত সদস্য দেশগুলির রাষ্ট্রনেতারা উপস্থিত হয়েছিলেন এই বার্ষিক সম্মেলনে যোগ দিতে। যেখানে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রিটেনের নতুন প্রেসিডেন্ট ঋষি সুনককে গল্প করতে দেখা গেল, সেখানেই আবার দুটি দেশের রাষ্ট্রপ্রধান নিজেদের মধ্যে বাক-বিতণ্ডাতে জড়িয়ে পড়তেও দেখা গেল। ইন্দোনেশিয়ার বালিতে হওয়া জি-২০ সম্মেলনের অনুষ্ঠানেই সৌজন্য সাক্ষাৎ বা আলোচনার বদলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং(Xi Jinping)-কে বচসা করতে দেখা গেল। উত্তেজনাপূর্ণ এই বার্তালাপই ক্যামেরায় ধরা পড়ে।
ইতিমধ্য়েই ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে উদ্দেশ্য করে বলছেন, “আমাদের মধ্যে যা কিছু আলোচনা হয়েছে, তা সংবাদমাধ্যমে ছাপানো হয়েছে। এটা সঠিক নয় এবং এভাবে আমাদের আলোচনাও হয়নি।” পাল্টা জবাবে ট্রুডোও বলেন, “কানাডায় আমরা মুক্ত আলোচনা ও বাকস্বাধীনতায় বিশ্বাস করি এবং আমরা এটাই বজায় রাখব। আমরা একযোগে মিলিতভাবে কাজ করব, তবে এমন কিছু বিষয়ও থাকবে, যেখানে আমাদের মতানৈক্য হবে।”
The Cdn Pool cam captured a tough talk between Chinese President Xi & PM Trudeau at the G20 today. In it, Xi express his displeasure that everything discussed yesterday “has been leaked to the paper(s), that’s not appropriate… & that’s not the way the conversation was conducted” pic.twitter.com/Hres3vwf4Q
— Annie Bergeron-Oliver (@AnnieClaireBO) November 16, 2022
কানাডার প্রধানমন্ত্রীর জবাবের পরই তারা দুইজন হাত মেলান এবং নিজেদের পথে চলে যান। হাসিমুখে কথা বললেও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, “ভাল কথা, কিন্তু আগে থেকে শর্ত তৈরি করতে হবে আমাদের।”
উল্লেখ্য, গত মঙ্গলবারই দ্বিপাক্ষিক বৈঠক হয় চিন ও কানাডার। মিনিট দশেকের ওই আলোচনায় কানাডার নির্বাচনে চিনের হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জাস্টিন ট্রুডো। একইসঙ্গো ইউক্রেন পরিস্থিতি, উত্তর কোরিয়া ও জলবায়ু পরিবর্তন নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়।
অন্যদিকে, শুধুমাত্র ট্রুডোর সঙ্গে বচসাই নয়, সময়ের চাপ থাকায় শেষ মুহূর্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিল করে দেন।