China Singer: ইচ্ছাকৃতভাবেই করোনা আক্রান্ত হলেন গায়িকা, কারণ শুনলে অবাক হবেন আপনিও…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 22, 2022 | 8:04 AM

COVID-19: ৩৮ বছরের ওই গায়িকা জানিয়েছেন, বন্ধুদের সঙ্গে দেখা করার পরই তাঁর জ্বর আসে, গলা ব্যাথা ও গোটা শরীরে ব্যাথা শুরু হয়। করোনার যাবতীয় উপসর্গ দেখা দেওয়ায় তিনি নিশ্চিন্তে ঘুমাতে যান।

China Singer: ইচ্ছাকৃতভাবেই করোনা আক্রান্ত হলেন গায়িকা, কারণ শুনলে অবাক হবেন আপনিও...
চিনা গায়িকা।

Follow Us

বেজিং: চিনে হু হু করে বাড়ছে করোনা (COVID-19)। চাইলেও কিছু করতে পারছে না সরকার। কারণ করোনা রুখতে “জিরো কোভিড নীতি” (Zero COVID Policy) প্রণয়ন করা নিয়ে সম্প্রতিই চরম বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সরকারকে। সেই বিক্ষোভের মুখে পড়েই বাধ্য হয়ে পিছু হটেছে জিনপিং সরকার, শিথিল করা হয়েছে করোনাবিধি। সামনেই বড়দিন। বিশ্বের বাকি অংশের মতো উৎসবে-আনন্দে মাতোয়ারা হবে চিনও (China)। সেই উদযাপনের ভিড় থেকেই যদি সংক্রমণ ছড়ায়? এমনটাই প্রশ্ন জেগেছিল চিনা গায়িকা তথা গীতিকার জেন জ়িয়াংয়ের। এদিকে, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন বড়দিনের উৎসবে গান গাইবেন। চেয়েও সেই প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়াতে না পেরেই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন। ভক্তদের থেকে করোনা সংক্রমিত হওয়ার ভয়ে, জেনেবুঝে আগে থেকেই করোনা বাঁধালেন। সোশ্যাল মিডিয়ায় নিজের এই কীর্তির কথা স্বীকার করেছেন খোদ গায়িকা। তাঁর এই স্বীকারোক্তির পরই উঠেছে সমালোচনার ঝড়।

চিনের বিখ্যাত গায়িকা জেন জ়িয়াং নিজেই সে সোশ্যাল মিডিয়া ‘ওয়েবো’তে লেখেন, তিনি ইচ্ছাকৃতভাবে ‘শিপ’দের বাড়িতে গিয়েছিলেন। দক্ষিণ চিনে যারা করোনা আক্রান্ত হন, তাদের বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। গায়িকা জানান, খ্রিস্টমাস ও নববর্ষের অনুষ্ঠানে তাঁর কনসার্ট রয়েছে। সেখানে গেলে করোনা আক্রান্ত হয়ে যেতে পারেন, এই ভয়ে তিনি আগেভাগেই করোনা আক্রান্ত বন্ধুদের সঙ্গে দেখা করেন। সেখান থেকেই তিনি নিজে করোনা আক্রান্ত হন।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নববর্ষের অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতির মাঝেই ওই গায়িকা করোনা আক্রান্ত হয়েছেন। কনসার্ট চলাকালীন যাতে করোনা আক্রান্ত না হন, তাই আগেভাগেই তিনি বন্ধুদের থেকে ইচ্ছাকৃতভাবে সংক্রমিত হয়ে যান। তিনি নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “আমার চিন্তা ছিল নববর্ষের অনুষ্ঠানের সময় করোনা আক্রান্ত হলে তার প্রভাব আমার প্যারফরম্যান্সে পড়বে। সেই কারণে আমি করোনা আক্রান্ত বন্ধুবান্ধদের সঙ্গে দেখা করি এবং সংক্রমিত হয়ে যাই। আগেভাগেই করোনা আক্রান্ত হয়ে যাওয়ায় আমি সুস্থ হয়ে ওঠার সময় পাব।”

৩৮ বছরের ওই গায়িকা জানিয়েছেন, বন্ধুদের সঙ্গে দেখা করার পরই তাঁর জ্বর আসে, গলা ব্যাথা ও গোটা শরীরে ব্যাথা শুরু হয়। করোনার যাবতীয় উপসর্গ দেখা দেওয়ায় তিনি নিশ্চিন্তে ঘুমাতে যান। তবে গায়িকার দাবি, এই সমস্ত উপসর্গ শুধু একদিনের জন্যই ছিল। এরপর থেকে তাঁর কোনও রকম শারীরিক সমস্যা বা অসুস্থতা হয়নি। কোনও ওষুধ ছাড়াই শুধু প্রচুর পরিমাণে জল ও ভিটাামিন-সি খেয়েই তিনি সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে, গায়িকার পোস্ট ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। নেটাগরিকরা তীব্র সমালোচনা করে বলেন, যেখানে গোটা দেশ করোনার সঙ্গে লড়াই করছে, সেখানে আপনি ইচ্ছাকৃতভাবে করোনা আক্রান্ত হচ্ছেন। চূড়ান্ত সমালোচনার মুখে পড়ে গায়িকা পোস্ট ডিলিট করে দেন। পরে তিনি প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন।

Next Article