Influenza Outbreak: আবার লকডাউন? ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বাড়তে প্রস্তাব দিল এই শহর, তোলপাড় সোশ্যাল মিডিয়া

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 12, 2023 | 1:19 PM

Lockdown: শিয়ান শহরের তরফে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ যাতে আরও ভয়ানক আকার ধারণ না করে, তা রুখতে এই প্রস্তাবগুলি দেওয়ার পরই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে এই ইমার্জেন্সি প্ল্য়ানের তীব্র সমালোচনা করা হয়েছে।

Influenza Outbreak: আবার লকডাউন? ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বাড়তে প্রস্তাব দিল এই শহর, তোলপাড় সোশ্যাল মিডিয়া
প্রকোপ বাড়ছে ইনফ্লুয়েঞ্জার। ছবি:PTI

Follow Us

বেজিং: আবার লকডাউন (Lockdown)? করোনার (COVID-19) পর এবার আতঙ্ক ধরাচ্ছে ইনফ্লুয়ে়ঞ্জা(Influenza)। যতই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ততই বাড়ছে আতঙ্ক। ক্রমাগত ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ বাড়তেই চিনের এক শহরের তরফে ফের লকডাউন ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়। চিনের জিরো কোভিড নীতি (China Zero Covid Policy) এবং তার জেরে যে কঠোর লকডাউনের নিয়ম জারি ছিল গত বছর অবধিও, সেই কথা মনে পড়তেই সোশ্য়াল মিডিয়ায় ঝড় উঠেছে। চিনের বাসিন্দা সোশ্যাল মি়ডিয়াতেই ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, সংক্রমণ যতই বাড়ুক, লকডাউন যেন জারি না করা হয়।

গত সপ্তাহে চিনের সানশি প্রদেশের শিয়ান শহর, যা অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র, সেই শহরের তরফে ক্রমবর্ধমান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণে রাশ টানতেই ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান প্রকাশ করা হয়। এই প্রস্তাবে বলা হয়েছে, ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ রুখতে ব্যবসা কেন্দ্র, স্কুল ও অন্যান্য ভিড় জায়গায় বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রয়োজনে লকডাউন জারি করার কথাও বলা হয়েছে ওই ইমার্জেন্সি রেসপন্স প্ল্যানে।
এদিকে, শিয়ান শহরের তরফে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ যাতে আরও ভয়ানক আকার ধারণ না করে, তা রুখতে এই প্রস্তাবগুলি দেওয়ার পরই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে এই ইমার্জেন্সি প্ল্য়ানের তীব্র সমালোচনা করা হয়েছে। অনেকেই এই পরিকল্পনাকে চিনের জিরো কোভিড নীতির সঙ্গে তুলনা করেছেন, যা তীব্র সমালোচনা, বিক্ষোভের মুখে পড়ে শিথিল করা হয়।

সিএনএন-র প্রতিবেদন অনুযায়ী, চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো-তে একাধিক ব্যক্তি দাবি করেছেন, অযথা লকডাউন করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক না ছড়িয়ে, সাধারণ মানুষের টিকাকরণের ব্যবস্থা করা হোক। অনেকে আবার কেন্দ্রীয় স্তরে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, চিনে গতবছর অবধিও করোনার ব্যাপক দাপট থাকলেও, ক্রমশ সেই সংক্রমণের হার কমছে। উল্টোদিকে হু হু করে বাড়ছে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের সংখ্যা। আচমকাই সংক্রমণ এতটা বেড়েছে যে ফ্লু-র ওষুধের ব্যাপক চাহিদা বৃদ্ধি হয়েছে এবং সেই ওষুধের জোগান দিতে হিমশিম খাচ্ছে ওষুধ বিক্রেতা থেকে প্রস্তুতকারকরা।

Next Article