নিউ ইয়র্ক: আমেরিকার নিউ ইয়র্কের বহুতল। সেই বহুতলের ষষ্ঠতলের একটি ফ্ল্যাটে থাকতেন এক যুবতী। ২০ বছরের ওই যুবতীর সঙ্গে থাকতেন তাঁর প্রেমিক। বেশ কয়েক দিন ধরেই ওই যুবতীর খোঁজ মিলছিল না। বুধবার ওই যুবতীর ফ্ল্যাটের আশপাশের বাসিন্দারা দুর্গন্ধ পান। তাঁরা দেখেন যুবতীর ফ্ল্যাটের ভিতর থেকেই আসছে সেই দুর্গন্ধ। এর পর খবর দেওয়া হয় নিউ ইয়র্ক পুলিশে। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভাঙে। তার পর ফ্ল্য়াটের ভিতর থেকে যুবতীর দেহ উদ্ধার করা হয়।
ঘটনা নিয়ে নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, ওই ফ্ল্যাটের ভিতর একাধিক স্যুটকেসে যুবতীর দেহের বিভিন্ন অংশ ভরা ছিল। পুলিশ জানিয়েছে, ওই যুবতীকে খুন করে তাঁর দেহ কেটে স্য়ুটকেসের মধ্যে ভরে রেখেছেন আততায়ী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে নিউ ইয়র্ক পুলিশ জানতে পেরেছে, প্রেমিকের সঙ্গে থাকতেন ওই যুবতী। তাঁদের মধ্যে প্রায়শই ঝগড়া হত বলে জানিয়েছেন ওই বহুলের বাসিন্দারা। জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবতীর প্রেমিককে ডেকে পাঠিয়েছে পুলিশ। যদিও ওই যুবতীর পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেনি নিউ ইয়র্ক পুলিশ। তবে এই খুনের ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে খুনের ব্যাপারে আরও কোনও তথ্য দেওয়া হয়নি পুলিশের তরফে। দেহের ময়না তদন্ত করা হয়েছে। সেই তদন্তের রিপোর্ট এলে কী ভাবে খুন করা হয়েছে, তা জানা সম্ভব হবে।
নিউ ইয়র্কের অভিজাত এলাকায় এ রকম খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কে বা কারা যুবতীকে খুন করল। এবং দেহ ব্যাগের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ভরে রাখল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।