Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Russia-Ukraine War : যুদ্ধে তপ্ত কৃষ্ণসাগরের পার, শক্তির নিরিখে ইউক্রেনের থেকে কতটা এগিয়ে রাশিয়া

Russia-Ukraine Crisis : গতকালই ইউক্রেনে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন রাশিয়ার কাছে মাথা নোয়াবে না তাঁর দেশ। যুদ্ধের পরিস্থিতিতে সামরিক দিক থেকে কতটা এগিয়ে রাশিয়া!

| Edited By: | Updated on: Feb 25, 2022 | 2:24 PM
 বৃহস্পতিবার সকালেই ইউক্রেনের উপর হামলা চালিয়েছে। জনসংখ্যা থেকে শুরু করে ক্রয়ক্ষমতা সব দিক থেকেই ইউক্রেনের থেকে এগিয়ে রাশিয়া।

বৃহস্পতিবার সকালেই ইউক্রেনের উপর হামলা চালিয়েছে। জনসংখ্যা থেকে শুরু করে ক্রয়ক্ষমতা সব দিক থেকেই ইউক্রেনের থেকে এগিয়ে রাশিয়া।

1 / 5
 সামরিক শক্তির দিক থেকে রাশিয়া বিশ্বের অন্যতম। বায়ুসেনার ক্ষেত্রেও ইউক্রেনকে কাবু করার ক্ষমতা রাখে রাশিয়ার আকাশপথে শক্তি।

সামরিক শক্তির দিক থেকে রাশিয়া বিশ্বের অন্যতম। বায়ুসেনার ক্ষেত্রেও ইউক্রেনকে কাবু করার ক্ষমতা রাখে রাশিয়ার আকাশপথে শক্তি।

2 / 5
 স্থলে রাশিয়া-ইউক্রেনের শক্তির তুলনা। ইউক্রেনে যেখানে সামরিক যানের সংখ্যা ১২,৩০৩ সেখানে রাশিয়ার সামরিক যানের সংখ্যা ৩০,১২২।

স্থলে রাশিয়া-ইউক্রেনের শক্তির তুলনা। ইউক্রেনে যেখানে সামরিক যানের সংখ্যা ১২,৩০৩ সেখানে রাশিয়ার সামরিক যানের সংখ্যা ৩০,১২২।

3 / 5
নৌসেনার দিক থেকেও রাশিয়ার থেকে পিছিয়ে ইউক্রেন।  রাশিয়ার সাবমেরিনের সংখ্যা ৭০ যেখানে ইউক্রেনের ঘরে কোনও সাবমেরিনই নেই।

নৌসেনার দিক থেকেও রাশিয়ার থেকে পিছিয়ে ইউক্রেন। রাশিয়ার সাবমেরিনের সংখ্যা ৭০ যেখানে ইউক্রেনের ঘরে কোনও সাবমেরিনই নেই।

4 / 5
 উৎস শক্তির ক্ষেত্রেও রাশিয়া ইউক্রেনের থেকে অনেকটা এগিয়ে। তবে এইসব শক্তির দিক থেকে দুর্বল হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন বশ্যতা শিকার করবে না তাঁর দেশ।

উৎস শক্তির ক্ষেত্রেও রাশিয়া ইউক্রেনের থেকে অনেকটা এগিয়ে। তবে এইসব শক্তির দিক থেকে দুর্বল হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন বশ্যতা শিকার করবে না তাঁর দেশ।

5 / 5
Follow Us: